ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১ আপডেট : ৪২ মিনিট আগে
শিরোনাম

ব্যতিক্রমী রেকর্ডে বাংলাদেশ-ভারত

  স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ১০ আগস্ট ২০১৯, ০৯:২২

ব্যতিক্রমী রেকর্ডে বাংলাদেশ-ভারত

২০১৮ সালে কলম্বোতে নিদাহাস ট্রফির ফাইনালের কথা মনে আছে? যেখানে বাংলাদেশকে কাঁদিয়ে ত্রিদেশীয় সিরিজের শিরোপা নিয়ে নেয় ভারত। বাংলাদেশ-ভারতের সেই ম্যাচটাই সৃষ্টি করেছে নতুন রেকর্ড। ইউটিউবে প্রথম ক্রিকেট ম্যাচ হিসেবে সেটি পার করেছে ১০০ মিলিয়ন ভিউ!

কলম্বোতে অনুষ্ঠিত সেই ম্যাচে টসে হেরে ব্যাটিংয়ে গিয়েছিল বাংলাদেশ। তামিম-লিটন ব্যর্থ হবার পরে সাব্বির রহমান খেলেছিলেন ৫০ বলে ৭৭ রানের একটি আশা জাগানিয়া ইনিংস। মূলত এই ইনিংসে ভর করেই জয়ের আশা দেখে বাংলাদেশ।

পরে জবাবে রোহিতের নেতৃত্বাধীন ভারতের শুরুটা ভালো হয়নি। রোহিত ৫৬ রানে আউট হবার পরে বাংলাদেশের জয়ের সম্ভাবনা আরও বেড়ে যায়। তবে সকল আশা উড়ে যায় দীনেশ কার্তিকের ৮ বলে ২৯ রানের ঝড়ো ইনিংসে। বাংলাদেশের মুখের সামনে থেকে জয় ছিনিয়ে নেয় এই উইকেটরক্ষক ব্যাটসম্যান।

নিদাহাস ট্রফির ফাইনালের এই ম্যাচটিই ক্রিকেট ইতিহাসের প্রথম ভিডিও হিসেবে ইউটিউবে পার করেছে ১০০ মিলিয়নের সীমানা।

বাংলাদেশ জার্নাল/ওয়াইএ

  • সর্বশেষ
  • পঠিত