ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ২৭ মিনিট আগে
শিরোনাম

ভারতীয় ক্রিকেটারের আত্মহত্যা!

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ১৬ আগস্ট ২০১৯, ০৪:৫১

ভারতীয় ক্রিকেটারের আত্মহত্যা!

জাতীয় দলের ওপেনার ছিলেন চন্দ্রশেখর, বয়স হয়েছিলো ৫৭। বৃহস্পতিবার চেন্নাইর বাসভবনে তার ঝুলন্ত মরদেহ পাওয়া যায়। পুলিশ বলছে, প্রচুর ধারদেনার কারণে তিনি আত্মহত্যা করেছেন।

ডানহাতি এই ব্যাটসম্যান ১৯৮৮ থেকে ১৯৯০ সাল পর্যন্ত ভারতের জাতীয় দলের পক্ষে ৭টি ওয়ানডে ম্যাচে অংশ নেন। ঘরোয়া ক্রিকেটে তিনি তামিলনাড়ু ও গোয়ার হয়ে খেলতেন। প্রথম শ্রেনির ক্রিকেটে তার অভিষেক ১৯৮৬ সালে, তামিলনাড়ুর হয়ে।

জাতীয় দলের হয়ে প্রথম ওয়ানডে ম্যাচে অংশ নেন ১৯৮৮ সালের ডিসেম্বরে নিউজিল্যান্ডের বিপক্ষে। শেষ ওডিআই খেলেন অস্ট্রেলিয়ার বিপক্ষে, ১৯৯০ সালের ৮ মার্চে। ব্যাটিং-এর পাশাপাশি উইকেট কিপিং করতেন চন্দ্রশেখর। প্রথম শ্রেনির ক্রিকেটে ৪৩.০৯ গড় ছিলো তার, যা অভিভূত করার মতোই একটি এভারেজ।

তার প্রতিষ্ঠিত ক্রিকেট দলের নাম ভিবি কাঞ্চি বীরানস, তামিলনাড়ু প্রিমিয়ার লীগের শক্ত একটি টিম। পুলিশ ধারণা করছে, এই ক্লাবের কারণেই তিনি প্রচুর ধারদেনায় জড়িয়ে পড়েছিলেন।

ভিবি চন্দ্রশেখরের মৃত্যুতে ভারতের ক্রিকেটাঙ্গণে শোকের ছায়া নেমেছে। টুইটার ও অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমে গভীর শোক প্রকাশ করেছেন ভারতীয় ক্রিকেটাররা।

  • সর্বশেষ
  • পঠিত