ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১ আপডেট : কিছুক্ষণ আগে
শিরোনাম

কন্ডিশনিং ক্যাম্পে মাশরাফি, নেই তামিম

  স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ১৭ আগস্ট ২০১৯, ১৯:২১

কন্ডিশনিং ক্যাম্পে মাশরাফি, নেই তামিম

আফগানিস্তানের বিপক্ষে আসন্ন টেস্ট ও ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ সামনে রেখে কন্ডিশনিং ক্যাম্পের জন্য দল ঘোষণা করা হয়েছে। ক্যাম্পে অংশ নেবেন ৩৫ খেলোয়াড়। জাতীয় দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাকে নিয়ে আজ কন্ডিশনিং ক্যাম্পের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যদিও ফিট না হওয়ায় ক্যাম্প থেকে ছুটি চেয়েছিলেন মাশরাফি। এছাড়া ছুটি চেয়েছেন তামিমও। তবে তামিমকে ছুটি দিলেও মাশরাফিকে নিয়েই ৩৫ সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি।

রোববার থেকে শুরু বাংলাদেশ দলের কন্ডিশনিং ক্যাম্প চলবে ২৭ আগস্ট পর্যন্ত। এতে প্রথমে যোগ দেবেন ২৪ ক্রিকেটার। আফগানিস্তানের বিপক্ষে টেস্ট স্কোয়াডে থাকা খেলোয়াড়দের অনুশীলন শুরু ২৮ আগস্ট থেকে। কন্ডিশনিং ক্যাম্পের বাকি ১১ খেলোয়ায় বিসিবি হাইপারফরম্যান্স (এইচপি) দলের হয়ে খেলবে শ্রীলঙ্কা ইমার্জিং টিমের বিপক্ষে।

আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের একমাত্র টেস্ট শুরু হবে ৫ সেপ্টেম্বর। এরপর ত্রিদেশীয় সিরিজ শুরু হবে ১৩ সেপ্টেম্বর।

কন্ডিশনিং ক্যাম্পের দল:

ইমরুল কায়েস, সৌম্য সরকার, লিটন কুমার দাস, সাদমান ইসলাম, জহিরুল ইসলাম, মুশফিকুর রহিম, মুমিনুল ইসলাম, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, মোহাম্মদ মিথুন, মোসাদ্দেক হোসেন, সাব্বির রহমান, আফিফ হোসেন, মাশরাফি বিন মুর্তজা, মুস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, তাসকিন আহমেদ, এবাদত হোসেন, শরিফুল ইসলাম, ফরহাদ রেজা, আবু জায়েদ রাহী, আবু হায়দার রনি, তাইজুল ইসলাম, মেহেদী হাসান মিরাজ, আরিফুল হক, ইয়াসির আলী, নাজমুল হোসেন শান্ত, সাইফ হাসান, নাঈম শেখ, নাঈম হাসান, শহিদুল ইসলাম, শফিকুল ইসলাম, ইয়াসিন আরাফাত মিশু, মেহেদী হাসান, আমিনুল ইসলাম বিপ্লব।

  • সর্বশেষ
  • পঠিত