ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ১৮ মিনিট আগে
শিরোনাম

তৃতীয় টেস্টে ফিরতে আশাবাদী স্মিথ

  স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ১৯ আগস্ট ২০১৯, ১৬:৫৮

তৃতীয় টেস্টে ফিরতে আশাবাদী স্মিথ

বলতে গেলে লর্ডসে ভাগ্যের জোরেই বেঁচে গিয়েছেন স্মিথ। ঘণ্টায় ১৪৮.৭ কিলোমিটার বেগে আর্চার বাউন্সার দিয়েছিলেন স্মিথকে। বলের আঘাতে সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়েন সাবেক অজি ক্যাপ্টেন। পরপর দুই ইনিংসে সেঞ্চুরি করে দলকে পাঁচ সিরিজে এগিয়ে নিয়েছেন তিনি। লর্ডসের মাঠে দ্বিতীয় টেস্টেও ইংল্যান্ডের বিরুদ্ধে লড়াই স্কোর করেন এই ব্যাটসম্যান। কিন্তু ৮৮ রানে থাকা অবস্থায় জোফরা আর্চারের বাউন্সারে আঘাত পেয়ে মাঠ ছাড়েন তিনি। পরে মাঠে নামলেও শেষ দিন নামতে ফিট ছিলেন না স্মিথ। তবে তৃতীয় টেস্টে মাঠে ফিরবেন বলে আশাবাদী তিনি। ম্যাচ শেষে সাংবাদিকদের এমন কথা জানিয়েছেন সাবেক এই অধিনায়ক।

স্মিথ বলেন, ‘দুই টেস্টের মাঝে সময়টা অনেক কম। আগামী চার-পাঁচদিনে দিনে কয়েকবার করে পরীক্ষা করা হবে আমাকে। আশা করছি পরের টেস্টে খেলতে পারবো। কিন্তু এটা পুরোপুরি নির্ভর করবে মেডিকেল স্টাফদের সিদ্ধান্তের ওপর। এটা অবশ্যই চিন্তার বিষয়। আমি এই ব্যাপারে শতভাগ ফিট হয়েই মাঠে নামতে চাই। দুই-একদিনের মাঝেই আমি অনুশীলনে ফিরবো। সেখানে ফাস্ট বোলারদের মুখোমুখি হয়ে নিজেকে পরীক্ষা করবো। এরকম কিছু পরীক্ষা দিয়েই ফিটনেস প্রমাণ করতে হবে।’

চতুর্থ দিন শেষে পর্যবেক্ষণে রাখা হয়েছিলো স্মিথকে। শেষ দিন সকাল থেকে একটু খারাপ বোধ করছিলেন, জানালেন স্মিথ, ‘চতুর্থ দিনের রাত থেকে একটু মাথাব্যথা ছিলো। যদিও খুব ভালো একটা ঘুম হয়েছিলো। ঘুম থেকে উঠেই মাথাব্যথাটা বেড়ে যায়। কিছু পরীক্ষা করার পর কনকাশনটা বেড়ে যাওয়ায় খেলতে পারিনি আর। রাত ও সকালের পরীক্ষায় কিছুটা পার্থক্য ছিলো। গতদিন ব্যাটিংয়েও নেমেছিলাম আঘাত পাওয়ার পর। তখন খুব একটা খারাপ লাগছিলো না, ঘাড়েও ব্যথা ছিলো না। হাতেও ব্যথা নেই। শেষ পর্যন্ত খেলতে না পেরে হতাশ আমি।’

  • সর্বশেষ
  • পঠিত