ঢাকা, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১ আপডেট : ১২ মিনিট আগে
শিরোনাম

২০২০ সালেই অবসর নিতে পারেন রোনালদো!

২০২০ সালেই অবসর নিতে পারেন রোনালদো!

রাশিয়া বিশ্বকাপ শেষ হওয়ার আগ থেকেই একটা প্রশ্ন বার বার ঘুরছে, কবে ফুটবলকে বিদায় জানাবেন রোনালদো? উত্তরটা হয়তো রোনালদো নিজেই জানেন না এখনও। তিনি জানান, যতদিন ফুটবল উপভোগ করবেন ততোদিন খেলে যাবেন। যদি তিনি কোন কারণে ভালো বোধ না করেন তাহলে তিনি আগামী মৌসুমেই ফুটবলকে বিদায় বলে দিতে পারেন। আবার ৪০ বছর বয়স পর্যন্তও খেলে যেতে পারেন।

সম্প্রতি স্প্যানিশ টেলিভিশনের অনুষ্ঠান এল চিরিংগুইতোতে দেওয়া এক সাক্ষাৎকারে রোনালদো বলেন, আমার শারীরিক দিক দিয়ে মাত্র ২৩ বছর। এখনো অনেক সময় বাকি রয়েছে। আমি ৪১ বছর বয়স পর্যন্ত খেলে যেতে চাই।

নানা বাধা বিপত্তি সত্ত্বেও রিয়াল মাদ্রিদেই খুশি রয়েছেন বলে জানিয়েছেন রোনালদো। তিনি বলেন, আমি ভালো এবং খুশি রয়েছি এখানে। আমি কীভাবে অভিযোগ করতে পারি যখন আমরা শনিবারেই আরেকটি ফাইনাল খেলতে যাচ্ছি? সাধারণত মাদ্রিদে আমি অনেক ভালোবাসা পেয়ে থাকি। তবে তারপরও কিছু জিনিস রয়েছে যা আমার ওপর নির্ভর করে না।

সর্বশেষ মৌসুমেও ইতালির রক্ষণাত্মক লিগে ৪৩ ম্যাচ খেলে ২৮ গোল করেছেন পর্তুগিজ যুবরাজ। অবসরের প্রশ্নে তাই তিনি টিভিআইকে বলেন, ‘আমি এখনই অবসর নিয়ে ভাবছি না। হয়তো আগামী মৌসুমেই অবসরের কথা জানিয়ে দেব। আবার আমি ৪০-৪১ বছর বয়স পর্যন্তও খেলতে পারি।’

রিয়াল মাদ্রিদের হয়ে চারটি চ্যাম্পিয়নস লিগ জিতেছেন রোনালদো। ম্যানইউয়ের হয়ে জিতেছেন একটি। তিনটি প্রিমিয়ার লিগ জিতেছেন। লা লিগার শিরোপা উচিয়ে ধরেছেন দু’বার। প্রথম মৌসুমে ওল্ড লেডিদের হয়ে ইউরোপ সেরার পুরস্কার জিততে না পারলেও রোনালদো সিরি আ’ জিতেছেন। তিনি এসব মুহূর্ত উপভোগ করছেন বলে উল্লেখ করেন, ‘সব সময় আমি যেটা বলি তা হলো, মুহূর্তটা আমি উপভোগ করছি। আমি এই উপভোগ্য মুহূর্তটা এগিয়ে নিতে চাই।’

রোনালদো এরই মধ্যে ইতিহাসের অন্যতম সেরা ফুটবলার হয়ে গেছেন। তিনি বেশ কিছু রেকর্ড নিজের করে নিয়েছেন। আরও রেকর্ড তিনি গড়তে চান জানিয়ে বলেন, ‘আমরা থেকে বেশি রেকর্ড থাকা ফুটবলার কেউ আছেন? আমি মনে করি না আছে।' রোনালদোর জুভেন্টাস সতীর্থ এবং রিয়াল মাদ্রিদে একসঙ্গে খেলা সামি খেদিরা বলেন, 'ক্রীড়াবিদদের জন্য রোনালদো উদাহরণ। তিনি বাস্কেটবলের জেমস লিব্রনের মতো কিংবা আমেরিকান ফুটবলার টম ব্রেডির মতো। বুফনও ওই কাতারে। তাদের মতো সিনিয়র খেলোয়াড়রা তরুণদের জন্য অনুপ্রেরণা।’

বিডি জার্নাল/এইচকে

  • সর্বশেষ
  • পঠিত