ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১ আপডেট : ১২ মিনিট আগে
শিরোনাম

ক্যারিবিয়ানদের বিপক্ষে আত্মবিশ্বাসী ভারত

  স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ২২ আগস্ট ২০১৯, ১১:০৩

ক্যারিবিয়ানদের বিপক্ষে আত্মবিশ্বাসী ভারত

দীর্ঘ এক দশকের প্রাধান্য অব্যাহত রাখার লক্ষ্য নিয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আজ প্রথম টেস্টে মাঠে নামছে সফরকারী ভারতীয় ক্রিকেট দল। দুই টেস্ট সিরিজে স্যার ভিভ রিচার্ডস স্টেডিয়ামে আজ বাংলাদেশ সময় বিকেল ৪টায় প্রথম ম্যাচে মুখোমুখি হবে ভারত-ওয়েস্ট ইন্ডিজ।

বছরের শুরুতে অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট সিরিজ জয়ের পর চলতি সফরে ৩-০ ব্যবধানে টি-২০ এবং ২-০ ব্যবধানে ওয়ানডে সিরিজ জয়ের পর আত্মাবিশ্বাস নিয়েই লংগার ভার্সনে প্রথম ম্যাচে মাঠে নামছে বিরাট কোহলির নেতৃত্বাধীন টিম ইন্ডিয়া।

পক্ষান্তরে ছয় মাস আগে নিজ মাঠে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে ভাল করলেও একই প্রতিপক্ষের বিরুদ্ধে ওয়ানডে সিরিজ পরাজিত হয়েছে ওয়েস্ট ইন্ডিজ। সফরের শেষ প্রান্তে টি-২০ সিরিজে হোয়াইটওয়াশ হওয়ার পর বিতর্কিতভাবে রিচার্ড পাইবাসকে বরখাস্ত করে ওয়েস্ট ইন্ডিজ। এরপর বিশ্বকাপে হতাশাজনক পারফরম্যান্সের পর এবার নিজ মাঠে কিছু অর্জনের সুযোগ এসেছ জেসন হোল্ডার দলের সামনে।

এছাড়া সীমিত ওভারে সফরকারী দলের বিশেষ করে ব্যাট হাতে বিরাট কোহলির অসাধারণ ফর্মকে মোকাবেলা করে প্রায় ১৭ বছর পর সফরকারীদের বিপক্ষে প্রথম টেস্ট ম্যাচ জয় করাটা স্বাগতিকদের জন্য অনেক কঠিন হবে। তবে বছরের শুরুতে অধিনায়ক হোল্ডারের অসাধারণ ফর্ম পুনরায় দলে উজ্জীবিত করতে পারে। পক্ষান্তরে অস্ট্রেলিয়া সফরে তিন সেঞ্চুরি করা ভারতের চেতেশ্বর পুজারা আছেন দারুণ ফর্মে। চলতি সফরে একমাত্র প্রস্তুতি ম্যাচেও সেঞ্চুরি হাঁকিয়েছেন তিনি।

-সহায়ক কন্ডিশন-

সীমিত ওভারের সিরিজে টপ অর্ডারে ব্যাটিং করা রোহিত শর্মা, করুণ মেধাবী পন্থ এবং অভিজ্ঞ উইকেটরক্ষক ব্যাটসম্যান ঋদ্ধিমান সাহাকে নির্বাচকরা কোথায় ব্যবহার করেন এখন সেটাই দেখার বিষয়। বিশেষজ্ঞ স্পিনার হিসেবে মূল প্রতিদ্বন্দ্বী হিসেবে রবীন্দ্র জাদেজা এবং কুলদীপ যাদব উঠে আসায় তিন বছর আগে ক্যারিবিয় সফরে ‘ম্যান অব দ্য সিরিজ’ নির্বাচিত হওয়া স্পিনার রবিচন্দ্রন অশ্বিনকে সেরা একাদশে নাও দেখা যেতে পারে।

ক্যারিবিয় অঞ্চলে গত বছরের শুরু থেকেই পিচগুলো পেস সহায়ক হয়ে ওঠায় রিজেদের কৌশলে পরিবর্তন আনতে পারে সফরকারী ভারত। যেমনটা বিবেচনায় সহায়ক কিন্ডশনে দারুণ সক্ষমতাসম্পন্ন তিন পেসার জসপ্রিত বুমরাহ, মোহাম্মদ সামি এবং ইশান্ত শর্মাকে খেলানোটা সফরকারীদের জন্য ভাল ফল আনতে পারে।

সেক্ষেত্রে ওয়েস্ট ইন্ডিজের হাতেও আছে কেমার রোচ, শ্যানন গাব্রিয়েল, হোল্ডার এবং অলরাউন্ডার কিমো পল। গত ফেব্রয়ারিতে যেমন করে ইংল্যান্ডকে ধ্বসিয়ে দিয়েছিলেন ঠিক তেমনভাবে জ্বলে উঠতে পারলে ভারতের ব্যাটিং লাইন আপের জন্য সমস্যা হয়ে উঠতে পারে ওয়েস্ট ইন্ডিজের পেস আক্রমণ।

ওয়েস্ট ইন্ডজ দল (সম্ভাব্য):

হেসন হোল্ডার (অধিনায়ক), ক্রেইগ ব্র্যাথওয়েট, জস ক্যাম্পবেল, ড্যারেন ব্রাভো, শাই হোপ, শিমরোন হেটমায়ার, রোস্টন চেজ, শেন ডাউরিচ (উইকেটরক্ষক), কিমো পল, কেমার রোচ, শ্যানন গাব্রিয়েল।

ভারত দল (সম্ভাব্য):

বিরাট কোহলি (অধিনায়ক). কে এল রাহুল, মায়াঙ্ক আগরওয়াল, চেতেশ্বর পুজারা, আজিঙ্কা রাহানে, হনুমা বিহারি, উষভ পন্থ (উই:), রবীন্দ্র জাদেজা, মোহাম্মদ সামি, জসপ্রিত বুমরাহ, ইশান্ত শর্মা।

  • সর্বশেষ
  • পঠিত