ঢাকা, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১ আপডেট : ২৮ মিনিট আগে
শিরোনাম

টেস্ট চ্যাম্পিয়নশিপের জন্য প্রস্তুত মুমিনুল

  স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ২২ আগস্ট ২০১৯, ১৭:৫১

টেস্ট চ্যাম্পিয়নশিপের জন্য প্রস্তুত মুমিনুল

র‌্যাংকিংয়ের সেরা নয় দলের মধ্যে চলছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশীপ । একদম শেষ দল হিসেবে সেখানে জায়গা করে নিয়েছে বাংলাদেশও। আগামী নভেম্বরের ভারতের বিপক্ষে মাঠে নামার মধ্য দিয়ে টাইগারদের মিশন শুরু হবে। এর আগে সামনের মাসে আফগানিস্তানের বিপক্ষে একটি টেস্ট ম্যাচ খেলবে বাংলাদেশ। এটি টেস্ট চ্যাম্পিয়নশীপের অন্তর্ভুক্ত নয়।

এদিকে আফগানিস্তান সিরিজকে টেস্ট চ্যাম্পিয়নশীপের একটি প্লাটফর্ম হিসেবে দেখছেন দলের টেস্ট স্পেশালিস্ট মুমিনুল হক। তিনি বলেন, ‘ভালো সুযোগ। মনে হয়, আফগানিস্তানের বিপক্ষে ভালো একটি খেলা হবে।’

আবার, বাংলাদেশের সাধারণত খুব কম টেস্ট খেলা হয়। টেস্টে দুর্বল অবস্থানের কারণে অনেক দলই বাংলাদেশের সঙ্গে খেলতে আগ্রহী নয়। তাই টেস্ট চ্যাম্পিয়নসশীপ টাইগারদের জন্য বেশ সু্বিধা তৈরি করেছে । এর ফলে সবার পারফর্ম্যান্স আরো উন্নত হবে বলে মনে করছেন মুমিনুল, ‘আমার মনে হচ্ছে টেস্ট চ্যাম্পিয়নশিপ হওয়াতে আমাদের দেশের জন্য অনেক ভালো হয়েছে। বিশেষ করে টেস্ট ক্রিকেটের জন্য ভালো হয়েছে। ব্যক্তিগতভাবে আমি খুব খুশি। টেস্ট ক্রিকেটে আমাদের দেশকে ওভাবে ফোকাস করা হয় না। সে চিন্তা করলে খুবই ভালো হয়েছে। এখন বাংলাদেশ ফোকাসে থাকবে।’

তিনি আরো বলেন, ‘ম্যাচ খেললে পারফর্ম করার সুযোগ বাড়বে। ফলাফল ভালো করার সুযোগ থাকে, দলকে ভালো একটি অবস্থানে নিয়ে যাওয়ার সুযোগ থাকে। তা ছাড়া র‍্যাঙ্কিংয়ে উপরের দিকে যাওয়ারও সুযোগ থাকে। এদিক দিয়ে চিন্তা করলে আমার মনে হয় এটা (টেস্ট চ্যাম্পিয়নশিপ) খুব ভালো একটি সুযোগ।’

  • সর্বশেষ
  • পঠিত