ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ৩৬ মিনিট আগে
শিরোনাম

টোকিও অলিম্পিক দেখতে চান?

  স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ২৩ আগস্ট ২০১৯, ১৭:৪১

টোকিও অলিম্পিক দেখতে চান?

আর মাত্র এক বছর পরেই জাপানের টোকিওতে বসতে চলেছে ‘পৃথিবীর সবচেয়ে বড় উৎসব’ অলিম্পিকের আসর। সেই অলিম্পিক কি আপনি উপভোগ করতে চান? তাহলে মাত্র ৪৩ লক্ষ টাকা বের করলেই মিলবে অলিম্পিকের টিকিট। তবে সেই টিকিট একেবারে যা-তা টিকিট নয়। এক্কেবারে ‘ফার্স্ট ক্লাস’।

কী মিলবে না সেই টিকিটে? অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠান থেকে সমাপ্তি অনুষ্ঠান, সঙ্গে ট্র্যাক অ্যান্ড ফিল্ডের প্রতিটি ইভেন্টের লাক্সারি সিট আর মজাদার খাবার। অবশ্য কম জনপ্রিয় ইভেন্টের এক সেশনের জন্য এক লক্ষ টাকারও (১৫০০ ডলার) টিকিট রয়েছে।

প্রসঙ্গত, এই অলিম্পিক বেশ ‘দামি’ ইভেন্ট হতে চলেছে। টিকিটের চাহিদা এখন থেকেই গগণচুম্বী। ফলে ব্ল্যাকে টিকিট বিক্রি বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। এছাড়া ঊর্ধ্বমুখী হোটেল ভাড়াও। লস অ্যাঞ্জেলেসের এক স্পোর্টস এজেন্ট, যিনি নিজে আগের সাত বারের অলিম্পিক দেখতে গিয়েছিলেন, এবার আশঙ্কা করছেন হয়তো তার টোকিও অলিম্পিক দেখা হবে না।

টোকিও অলিম্পিকের আয়োজকরা জানাচ্ছেন, এই রাজকীয় আয়োজনে মানুষ আরও ভালভাবে খেলা উপভোগ করতে পারবে। কী কী সুবিধা থাকবে এই বিশেষ ৪৩ লাখি টিকিটে?

– উচ্চমানের শ্যাম্পেন, সাকে (জাপানি পানীয়) ও বিয়ার

– বিশ্বখ্যাত শেফদের দ্বারা তৈরি ‘গরমে’ (Gourmet) ডাইনিং

– যে কোনও কাজ করার জন্য ব্যক্তিগত সহায়তা

– ইভেন্ট হোস্ট এবং সেলিব্রিটিদের সঙ্গে সাক্ষাৎ

এত কিছু পাবেন ‘মাত্র’ ৪৩ লক্ষ টাকায়। যাবেন নাকি অলিম্পিক দেখতে?

  • সর্বশেষ
  • পঠিত