ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ১২ মিনিট আগে
শিরোনাম

আফগানদের বিপক্ষে ফেভারিট বাংলাদেশ: মিরাজ

  স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ২৫ আগস্ট ২০১৯, ১৮:১২

আফগানদের বিপক্ষে ফেভারিট বাংলাদেশ: মিরাজ

সামনেই বাংলাদেশ-আফগানিস্তান টেস্ট। সেই লক্ষ্যে পুরোদমে অনুশীলনে টাইগাররা। স্বাগতিক বাংলাদেশের বিপক্ষে একমাত্র টেস্ট ও ত্রিদেশীয় সিরিজে অংশ নিতে আগামী শুক্রবার ঢাকার মাটিতে পা রাখবে আফগানরা। রশিদ খানদের বিপক্ষে সেই লড়াইয়ে সফরকারীদের চেয়ে নিজেদেরই এগিয়ে রাখছেন টাইগার স্পিনিং অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ।

আফগানিস্তানের বিপক্ষেও ম্যাচটি চ্যালেঞ্জের জানিয়ে মিরাজ বলেন, ‘আসলে প্রতিটি ম্যাচই চ্যালেঞ্জ। ছোট আর বড় বলে কোনো কথা না। কারণ টেস্ট ক্রিকেটে যারাই ভাল খেলবে তারাই জিতবে। কিন্তু তারপরেও আমরা কিন্তু ওদের থেকে অনেক এগিয়ে আছি; অভিজ্ঞতার দিক থেকে। তাছাড়া হোম কন্ডিশন। ওদের থেকে অনেক দিক থেকেই এগিয়ে আছি। তারপরেও যতই এগিয়ে থাকি, যতই অভিজ্ঞতা থাকুক আমাদের ভাল ক্রিকেট খেলতে হবে, আমাদের সবাইকে পারফর্ম করতে হবে। যার যার জায়গায় ইন্ডিভিজুয়ালি পারফর্ম করতে হবে। আর আমরা যদি পার্টিকুলার এরিয়াতে যদি পারফর্ম করি তাহলে কাজটা সহজ হয়ে যাবে।’

কিন্তু উইকেট নিয়ে গতকাল বাংলাদেশ ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান আকরাম খান যা বললেন তাতে বাংলাদেশের স্পিনারদের কিছুটা হলেও অস্বস্তিতে থাকতে হচ্ছে। রশিদ খান, মোহাম্মদ নবীদের সক্ষমতার বিবেচনা করে টেস্ট ম্যাচটিতে স্পিনিং ট্র্যাক দেওয়া হচ্ছে না। স্পোর্টিং উইকেট দেওয়া হবে বলে তিনি সাফ জানিয়ে দিয়েছেন। সেক্ষেত্রে কী হবে? আর সেই চ্যালেঞ্জ নিতেই বা বাংলাদেশ কতটা প্রস্তুত?

এই প্রশ্নে মিরাজ জানালেন, ‘একটা জিনিস দেখেন যে আমাদের বোলারদের হিউজ এক্সপেরিয়েন্স আছে। বিশেষ করে আমাদের সাকিব ভাইর কথা। অলমোস্ট ১৩-১৪ বছর ক্রিকেট খেলে ফেলেছেন, সাকসেসফুল প্লেয়ার, ওয়ার্ল্ড ক্লাস বোলার-ব্যাটিং। তাইজুল ভাই হয়ত আর একটা উইকেট পেলে একশত উইকেট হবে। আমারও হয়ত ৩-৪ বছরের এক্সপেরিয়েন্স হয়েছে। এই তিন চার বছরে আমার যে এক্সপেরিয়েন্স হয়েছে; আমি বলব ওদের থেকে আমারদের টেস্ট ক্রিকেটের অভিজ্ঞতা ভাল।’

স্পোর্টিং উইকেট তৈরি করা হলে স্পিনারদের জন্য বেশ চ্যালেঞ্জিং হবে। তবে সেই চ্যালেঞ্জ নিতেও প্রস্তুত টাইগাররা। মিরাজ বলেন, ‘স্পিনার হিসেবে আমরা সব কন্ডিশনেই খেলতে অভ্যস্ত। আমাদের যে উইকেটই দিকনা কেনো আমরা প্রস্তুত। যেটা আসলে দলের জন্য, আমাদের জন্য ভাল হয়। নট অনলি স্পিন বা পেস বা ব্যাটিং ভাল উইকেট। আসলে টেস্ট ক্রিকেট সবসময় চ্যালেঞ্জ নিয়ে খেলতে হয়। যে টাইপের উইকেটই হোক না কেন চ্যালেঞ্জ নিতে প্রস্তুত।’

  • সর্বশেষ
  • পঠিত