ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১ আপডেট : কিছুক্ষণ আগে
শিরোনাম

ইংল্যান্ডেও চুরি হয় স্টেডিয়ামের দড়ি!

  স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০১৯, ১৬:৩৮

ইংল্যান্ডেও চুরি হয় স্টেডিয়ামের দড়ি!

খেলার মাঠের সরঞ্জাম মাঝেমধ্যে চুরি হয় এটা নতুন কোন খবর নয়। তবে আপনি যদি শোনেন যে ক্রিকেট মাঠের বাউন্ডারি লাইনের দড়ি চুরি হয়েছে তাহলে বিষয়টা যেমন হাস্যকর তেমনি অবাক হওয়ার মতো।

ঠিক এমনটা ঘটেছে উত্তর লিংকনশায়ারের বার্টন টাউন ক্রিকেট ক্লাবে। মাঠকর্মী সকালে মাঠে গিয়ে দেখেন বাউন্ডারি সীমানায় দড়ি নেই।ঝোপের ভেতর দিয়ে দড়ি টেনে নিয়ে গেছে চোরের দল।

বাউন্ডারি লাইনের দড়ি যে চুরি হয়েছে সেটার সত্যতা মেলে স্টেডিয়ামে থাকা সিসিটিভির ফুটেজে। ক্লাবের যোগাযোগ ব্যবস্থাপক অলিভার মুসেট সংবাদমাধ্যমকে বলেন, ‘ফুটেজে দেখা গেছে ঝোপের নিচ দিয়ে দড়ি টেনে নিয়ে গেছে চোরের দল। অর্থাৎ তাদের মাঠে যাওয়ার দরকার হয়নি।’

দড়ি চুরি যাওয়ার পর চোরদের উদ্দেশ্যে টুইট করা হয় বার্টন টাউন ক্লাবের টুইটার পেজে, ‘গত রাতে যেসব অপদার্থের দল আমাদের বাউন্ডারি সীমানা দড়ি চুরি করেছে তাদের জানানো যাচ্ছে যে পুলিশে বলা হয়েছে। সামনে প্রচুর ক্রিকেট অথচ কী একখানা কাজ! সিসিটিভি ক্যামেরায় ধরা পড়া ১৬জন কারা, তা খতিয়ে দেখা হচ্ছে।’

  • সর্বশেষ
  • পঠিত