ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১ আপডেট : ২০ মিনিট আগে
শিরোনাম

আফ্রিদিকে ছাড়িয়ে শীর্ষে মালিঙ্গা

  স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ০২ সেপ্টেম্বর ২০১৯, ১৫:৪৩

আফ্রিদিকে ছাড়িয়ে শীর্ষে মালিঙ্গা

টেস্ট ও ওয়ানডে ছাড়লেও শ্রীলঙ্কার জার্সিতে এখনো টি-টোয়েন্টি খেলছেন লাসিথ মালিঙ্গা। রোববার এ ফরম্যাটে নিউজিল্যান্ডের বিপক্ষে সেই চেনা বোলিংটায় করেন লাসিথ মালিঙ্গা। ইনিংসের প্রথম ওভারেই কলিন মুনরোকে বোল্ড করে এ ফরম্যাটে সর্বোচ্চ উইকেট শিকারী শহিদ আফ্রিদিকে ছুয়ে ফেলেন এ ডানহাতি। পরে দ্বিতীয় স্পেলে ফিরে কলিন ডি গ্র্যান্ডহোমকে বোল্ড করে পাকিস্তানি সাবেক লেগ স্পিনারকে ছাড়িয়ে যান তিনি। তার মানে সংক্ষিপ্ত ফরম্যাটের ক্রিকেটে এখন সবচেয়ে বেশি উইকেটের মালিক মালিঙ্গা। এ তালিকার তিনে সাকিব আল হাসান।

টি-টোয়েন্টিতে মালিঙ্গার উইকেট এখন ৯৯। এজন্য তিনি খেলেন ৭৪ ম্যাচ। এর আগে ৯৮ উইকেট পেতে আফ্রিদির লেগেছিল ৯৯ ম্যাচ। এ ফরম্যাটে সাকিব আল হাসানের উইকেট এখন ৭২ ম্যাচে ৮৮টি। পাকিস্তানের উমর গুল নিয়েছেন ৬০ ম্যাচে ৮৫ উইকেট। ৬৪ ম্যাচে গুলের সমান উইকেট নিয়েছেন তার স্বদেশি সাঈদ আজমল।

সব ফরম্যাট মিলে ২৮৩ ম্যাচে ৩৭৮টি উইকেট নিয়েছেন মালিঙ্গা। ৪৫০ ম্যাচে ৪৯০ উইকেট নিয়ে সবার ওপরে এখানে ডোয়াইন ব্রাভো। ৩২৯ ম্যাচে ৩৭২ উইকেট নিয়ে তিনে অবস্থান সুনিল নারাইনের।

  • সর্বশেষ
  • পঠিত