ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ২ মিনিট আগে
শিরোনাম

কোন দিকে যাবো বুঝতে পারছি না: মোসাদ্দেক

  স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০১৯, ১৫:১৯

কোন দিকে যাবো বুঝতে পারছি না: মোসাদ্দেক

বিশ্বকাপে বাজে পারফরম্যান্সের পর জয়ে ফিরতে মরিয়া হয়ে উঠছে বাংলাদেশ। বিশ্বকাপের পর শ্রীলঙ্কা সফর থেকে হোয়াইওয়াশ হয়ে দেশে ফিরেছে টাইগাররা। এরপর ঘরের মাঠে আফগানিস্তানের বিরুদ্ধে একমাত্র টেস্টে বড় ব্যবধানে হার। এই হারের কারণে মানসিকভাবেও পিছিয়ে পড়েছে বাংলাদেশ দল। তবে একটি ম্যাচ জয় পেলেই মোমেন্টাম ফিরে পাবে টাইগাররা, এমনটাই মনে করছেন অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন সৈকত।

আসন্ন ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে তাই কাঙ্ক্ষিত জয়ের অপেক্ষায় বাংলাদেশ। গণমাধ্যমকে মোসাদ্দেক বলেন, ‘এখানে যদি আমরা চিন্তা করি যে ফিরে আসা কঠিন হয়ে যাবে তাহলে জিনিসটি অন্যরকম হয়ে যায়। ফরমেটটি পুরোপুরি আলাদা। টেস্ট ক্রিকেট ছিলো আর এখন টি-টোয়েন্টি। সবাই চিন্তা করছে টি-টোয়েন্টি নিয়ে। আর এগুলোর চেয়েও আমরা বেশি মনোযোগ দিচ্ছি একটি ম্যাচ জেতার দিকে। ইনশাল্লাহ একটি ম্যাচ জিতলে হয়তো মোমেন্টামটি আমাদের দিকে চলে আসবে আশা করি।’

আফগানিস্তানের বিপক্ষে সাকিব আল হাসানের দল হেরেছে ২২৪ রানের বিশাল ব্যবধানে। প্রথম ইনিংসে যোগ্য সঙ্গী না পাওয়ায় একপ্রান্তে দাঁড়িয়ে অন্যপ্রান্তের সতীর্থদের আসা যাওয়া দেখেছেন মোসাদ্দেক। সেই জন্য দ্বিতীয় ইনিংসে ব্যাটিং প্রমোশন দিয়ে তিনে নামানো হয়েছিলো তাকে। কিন্তু এই পজিশনে কাজের কাজ কিছুই করতে পারেননি। বরং বাজে শট খেলে সাঁজঘরে ফিরে যান।

নিজের এমন ব্যাটিং নিয়ে মোসাদ্দেক বলেন, ‘দেখুন বিষয়টি এমন হয়েছে যে মন খুলে খেলতে গিয়ে আমি আউট হয়েছি। এটি নিয়েও আমার এখন প্রশ্নের উত্তর দেয়া লাগছে। আমি এখন কোন দিকে যাবো সেটি নিজেই বুঝতে পারছি না।’

তবে টেস্টের কথা ভুলে যেতে চান মোসাদ্দেক। টি-টোয়েন্টি নিয়েই ভাবতে চান এখন। এই অলরাউন্ডার বলেন, ‘সামনে টি-টোয়েন্টি রয়েছে, আমি মনে করি এখানে বেশি ফোকাস করা উচিত এবং এটির উপরে আমরা আস্থা রাখছি।’

আগামী ১৩ সেপ্টেম্বর জিম্বাবুয়ের বিপক্ষে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে মাঠে নামবে স্বাগতিক বাংলাদেশ।

  • সর্বশেষ
  • পঠিত