ঢাকা, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১ আপডেট : কিছুক্ষণ আগে
শিরোনাম

বৃষ্টিতে শঙ্কায় বাংলাদেশ-জিম্বাবুয়ে ম্যাচ

  স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ১৩ সেপ্টেম্বর ২০১৯, ১৬:৫১

বৃষ্টিতে শঙ্কায় বাংলাদেশ-জিম্বাবুয়ে ম্যাচ

আর কিছুক্ষণ পরেই মাঠে গড়ার কথা রয়েছে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের উদ্বোধনী ম্যাচ। সন্ধ্যা সাড়ে ৬টায় মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে ম্যাচটি। এতে স্বাগতিক বাংলাদেশের প্রতিপক্ষ জিম্বাবুয়ে। তবে আবহাওয়া অফিস যা বলছে, তাতে বৃষ্টিতে পণ্ড হয়ে যেতে পারে ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচটি। সকাল থেকেই থেমে থেমে বৃষ্টি হচ্ছে। দুপুর গড়িয়ে গেলেও সূর্যের আলোর দেখা মেলেনি। ফলে ম্যাচটি মাঠে গড়ানো নিয়ে রয়েছে যথেষ্ট শঙ্কা।

টি-টোয়েন্টিতে অতীর রেকর্ড ঘাটলে বাংলাদেশ-জিম্বাবুয়ে লড়াইটা হবে সমানে সমানে। তবে দুই দলেরই জয়ের স্বপ্নে বড় বাধা হয়ে দাঁড়াতে পারে বৃষ্টি। তবে আশার কথা হলো, সন্ধ্যা ৭টার পর বৃষ্টির প্রকোপ কিছুটা কমতে পারে। স্বভাবতই রাতের দিকে তাপমাত্রা বৃদ্ধি পাবে। এমনটা হলে খেলা গড়াবে। কিন্তু কয়টা নাগাদ ম্যাচ শুরু হবে তা নিশ্চিত করে বলা যাচ্ছে না।

ত্রিদেশীয় সিরিজের আগে চনমনে আছে জিম্বাবুয়ে। কারণ ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে নিজেদের একমাত্র প্রস্তুতি ম্যাচে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) একাদশকে ৭ উইকেটে হারিয়েছে জিম্বাবুয়ে।

বাংলাদেশ দলে নতুন মুখ পেসার ইয়াসিন আরাফাত। অন্য সদস্যরা হলেন-সাকিব আল হাসান (অধিনায়ক), লিটন দাস, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, সাব্বির রহমান, সাইফ উদ্দিন, মোসাদ্দেক সৈকত, তাইজুল ইসলাম, শেখ মেহেদী, আফিফ হোসেন এবং মুস্তাফিজুর রহমান।

  • সর্বশেষ
  • পঠিত