ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১ আপডেট : কিছুক্ষণ আগে
শিরোনাম

ভালো খেলার পুরস্কার একে-৪৭ রাইফেল!

ভালো খেলার পুরস্কার একে-৪৭ রাইফেল!

খেলা শেষে সেরা খেলোয়াড়কে দেয়া হয়েছে একে-৪৭ অ্যাসল্ট রাইফেল! রাশিয়ার দ্বিতীয় বিভাগ হকি লীগে ম্যাচসেরার পুরস্কার হিসেবে যা দেয়া হলো এমন কিছু।

প্রতিপক্ষ কেলমেটের একের পর এক আক্রমণ ঠেকিয়ে নিজ দল ইজস্তাল ইজভেস্ককে ৩-২ গোলের জয় এনে দেন সেভেলি কনোনভ। গোলমুখে দারুণ পারফরম করেছিলেন রাশিয়ার এই হকি গোলরক্ষক।

২৩ বছর বয়সী কনোনভ ৩৬টি শট ঠেকিয়ে জেতেন ম্যাচসেরার পুরস্কার। ম্যাচ অফিসিয়ালরা নিয়ে পুরস্কার হিসেবে নিয়ে এসেছিলেন একটা একে-৪৭ অ্যাসল্ট রাইফেল! পুরস্কার নিতে গিয়ে অবাকই হলেন গোলরক্ষক।

প্রসঙ্গত, ১৯৪৫ সালে সাবেক সোভিয়েত ইউনিয়ন মিলিটারির লেফটেনেন্ট জেনারেল মিখাইল কালাশনিকভ একে-৪৭ অ্যাসল্ট রাইফেল আবিষ্কার করেন। বিশ্বের বিভিন্ন দেশের সামরিক বাহিনী এই অস্ত্র ব্যবহার করছে। পৃথিবীর বিখ্যাত অ্যাসল্ট রাইফেলের মধ্যে প্রথম সারিতে এটি।

বাংলাদেশ জার্নাল/জেডআই

  • সর্বশেষ
  • পঠিত