ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১ আপডেট : ২ ঘন্টা আগে
শিরোনাম

ভিক্টোরিয়ান্স নয়, বিপিএলে থাকবে ‘কুমিল্লা’

  স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০১৯, ১৭:৫১  
আপডেট :
 ১৪ সেপ্টেম্বর ২০১৯, ১৭:৫৪

ভিক্টোরিয়ান্স নয়, বিপিএলে থাকবে ‘কুমিল্লা’

ত্রিদেশীয় সিরিজের মধ্যে চলে আসছে বিপিএল-প্রসঙ্গ। কুমিল্লা ভিক্টোরিয়ানস গত দুদিনে দুবার সংবাদমাধ্যমকে জানিয়েছে তারা বিপিএলে থাকতে চায়। কিন্তু বিসিবি সভাপতি বলছেন, সেটা সম্ভব নয়। ত্রিদেশীয় সিরিজ শুরুর আগে বিসিবি সভাপতি নাজমুল হাসান জানিয়েছেন, এবার বিপিএল ফ্র্যাঞ্চাইজিভিত্তিক হবে না। আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশ দলের ব্যস্ততার মধ্যেই তাই আলোচনায় চলে আসছে বিপিএল। গতকাল জিম্বাবুয়ের বিপক্ষে জয়ের পরও বিসিবি সভাপতিকে কথা বলতে হলো এ প্রসঙ্গে।

বিসিবি যে এ বছর কোনো ফ্র্যাঞ্চাইজির কথা শুনতে আগ্রহী নয়, সেটি কাল আরেকবার জানালেন নাজমুল। তবে নাফিসাদের জন্য একটা পথ খোলা রাখছে বিসিবি। নাজমুল বললেন, ‘এক্সপ্রেশন অব ইন্টারেস্ট আহবান করে পত্রিকায় বিজ্ঞপ্তি দিচ্ছি। যারা আগ্রহী তারা আসবে। কাউকে বাদ দেওয়ার ইচ্ছে নেই। আমরা কাউকে বাদ দিতে চাচ্ছি না। কিছু বিষয় নিয়ে সমস্যা হচ্ছে আমাদের। এ সমস্যার স্থায়ী সমাধান চাই। যখন বুঝব এটিতে আর কোনো সমস্যা হবে না, তখন আগের ফরম্যাটে ফিরে যাব। সমস্যা তো ফ্র্যাঞ্চাইজিদের। দুদিন পর পর তারা অভিযোগ করছে। আমরা অভিযোগ করছি না। ওদের যখন এতই সমস্যা, আমরা তাদের সব সমস্যা নিয়ে নিলাম। যদি মনে করে সমস্যা হবে না, তাহলে তারা আসবে।’

২৪ ঘণ্টার মধ্যে দুবার সংবাদ সম্মেলন করেছে কুমিল্লা ভিক্টোরিয়ানস। ফ্র্যাঞ্চাইজিটির চেয়ারপারসন নাফিসা কামাল কান্নাভেজা চোখে জানিয়েছেন, তারা বিপিএলে থাকতে চান।

কুমিল্লা ভিক্টোরিয়ানসের মতো যে ফ্র্যাঞ্চাইজিগুলো এখনো বিপিএলে অংশ নিতে আগ্রহী, তাদের ব্যাপারে বিসিবি সভাপতির মন্তব্য হচ্ছে, ‘বিপিএল নিয়ে সবকিছু হয়ে গেছে (সিদ্ধান্ত চূড়ান্ত)। ফ্র্যাঞ্চাইজিভিত্তিক যে হচ্ছে না, এতে সন্দেহ নেই। এবার সেটির সুযোগ নেই। তবে দলের স্পনসর হতে কারও অসুবিধা নেই। কুমিল্লা (নামটা) থাকবে, কুমিল্লা ভিক্টোরিয়ানস নাও থাকতে পারে।’

  • সর্বশেষ
  • পঠিত