ঢাকা, মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১ আপডেট : ১০ মিনিট আগে
শিরোনাম

দলে এত পরিবর্তনের কারণ জানালেন নান্নু

  স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০১৯, ১৮:১৫

দলে এত পরিবর্তনের কারণ জানালেন নান্নু

ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচের দলে ছিলেন শেখ মেহেদি হাসান, ইয়াসিন আরাফাত ও আবু হায়দার রনি। এই ত্রয়ীর একজনেরও মাঠে নামা হয়নি। উল্টো টুর্নামেন্টের পরের দুই ম্যাচের দল থেকে বাদ পড়েছেন তারা। কেন না খেলিয়ে বাদ দেওয়া হলো তাদের?

আজ উত্তরটা দিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু। ইয়াসিন, মেদেহি ও রনির বাদ পড়াটা স্বাভাবিকভাবেই দেখছেন তিনি। নান্নু বলেছেন, ‘পিঠে আর পাঁজরে ব্যথা ইয়াসিনের। ইনজুরির কারণে ওকে রাখার উপায় ছিল না। ওর বিকল্প হিসেবে রনিকে নিয়েছিলাম আমরা।’

প্রধান নির্বাচক আরো বলেছেন, ‘ম্যাচের দিন হঠাৎ করে কোনো পেসার ইনজুরিতে পড়লে যাতে বিকল্প হিসেবে আমরা রনিকে খেলাতে পারি। তেমন কিছু হয়নি। মেহেদিকে আমরা নিয়েছিলাম ব্যাকআপ স্পিনিং অলরাউন্ডার হিসেবে। ওদের (তিনজনের) কারোরই খেলা কথা ছিল না। ওদেরকে এখন এইচপি দল ও এ দলে রাখব আমরা।’

  • সর্বশেষ
  • পঠিত