ঢাকা, বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১ আপডেট : ৭ মিনিট আগে
শিরোনাম

পাক ক্রিকেটারদের জন্য বিরিয়ানি নিষিদ্ধ

  খেলা ডেস্ক

প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০১৯, ১৭:০৭  
আপডেট :
 ১৭ সেপ্টেম্বর ২০১৯, ১৭:১০

পাক ক্রিকেটারদের জন্য বিরিয়ানি নিষিদ্ধ

মাত্র কয়েক দিন হলো পাকিস্তান ক্রিকেট দলের হেড কোচ এবং প্রধান নির্বাচকের দায়িত্ব নিয়েছেন মিসবাহ-উল হক। আর দায়িত্ব নিয়েই খেলোয়াড়দের ফিটনেসের উপর গুরুত্ব দিলেন তিনি। যার ফলশ্রুতিতে সরফরাজদের খাবারে বিরিয়ানি নিষিদ্ধ করে দিলেন তিনি।

পাক ক্রিকেটারদের লাইফস্টাইল এবং খাদ্যাভাসে বদল আনতে চলেছেন প্রধান কোচ মিসবাহ-উল হক। জাতীয় ক্যাম্পে থাকা ক্রিকেটারদের জন্য বিরিয়ানি পুরোপুরি নিষিদ্ধের ঘোষণা দিয়েছেন। পাশাপাশি তারা কী কী খেতে পারবেন, সেই নির্দেশিকাও দিয়েছেন মিসবাহ।

লীগের ম্যাচে এবং লাহোরে জাতীয় ক্যাম্পের ক্রিকেটারদের কম তেলযুক্ত খাবারের পরামর্শ দিয়েছেন তিনি। কায়েদ-ই-আজম ট্রফিতে খেলোয়াড়দের জন্য মাংশ জাতীয় সব খাবার বন্ধ করে তার বদলে ডাল, চাল, বারবিকিউ, পাস্তা জাতীয় খাবার খেতে বলেছেন তিনি। একইসঙ্গে ক্রিকেটারদের জন্য প্রচুর পরিমাণে ফল খাওয়ার পরামর্শ দিয়েছেন মিসবাহ।

পাকিস্তান ক্রিকেট বোর্ডকেও বিষয়টি জানিয়েছেন তিনি। ক্রিকেটারদের ফিটনেস ঠিক রাখতে প্রতিদিন গদ্দাফি স্টেডিয়ামে ফিল্ডিং কোচ গ্র্যান্ট ব্র্যাডবার্নের নির্দেশে অনুশীলনের ওপর গুরুত্ব দিয়েছেন পাক দলের নতুন এই হেড কোচ।

  • সর্বশেষ
  • পঠিত