ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১ আপডেট : ৩১ মিনিট আগে
শিরোনাম

মায়ের সাবেক প্রেমিকের সংবাদে ক্ষিপ্ত স্টোকস

  স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ১৮ সেপ্টেম্বর ২০১৯, ১৫:৪৭

মায়ের সাবেক প্রেমিকের সংবাদে ক্ষিপ্ত স্টোকস

অ্যাশেজ সেরার তৃপ্তি মিলিয়ে যাওয়ার আগে বেন স্টোকসের জীবনে নেমে এল নতুন অশান্তি। সেটা একেবারে তার ব্যক্তিগত জীবনকে কেন্দ্র করে। তাতে বেশ বিরক্ত ইংলিশ অলরাউন্ডার। এক হাত নিয়েছেন প্রচারমাধ্যমকে।

ইংলিশ অলরাউন্ডার বেন স্টোকসের ভাই ও বোনকে হত্যা করেছিল তার মায়ের সাবেক প্রেমিক। এমন এক চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছে ব্রিটিশ এক সংবাদমাধ্যম। এদিকে এ খবর প্রকাশ হওয়ার পরেই স্টোকস তীব্র নিন্দা করেছেন। এমন খবর ছাপায় বিরক্ত ইংলিশ এ অলরাউন্ডার। বিতর্কও শুরু হয়েছে সামাজিক মাধ্যম গুলোতে।

ব্রিটিশ সংবাদপত্র দ্য সান জানিয়েছে, স্টোকসের মায়ের সাবেক প্রেমিকের হিংসার জেরে হত্যা করেছিল এ ক্রিকেটারের ভাই ও বোনকে। এ নৃশংস কাণ্ডের তিন বছর পর স্টোকসের জন্ম হয়। খবরটি পড়ার পর স্টোকস সোশ্যাল মিডিয়ায় বলেছেন, ‘‌নিউজিল্যান্ডে আমার মা-বাবার কাছে ওই সংবাদপত্রের প্রতিনিধি গিয়েছিল। তারপরই এ খবর প্রকাশ করা হয়েছে। আমার পরিবারের একান্ত ব্যক্তিগত, যন্ত্রণাদায়ক বিষয় এটা। যা প্রকাশ করা হলো। সবচেয়ে বড় কথা এ ঘটনার ৩১ বছর কেটে গেছে।’‌

এদিকে এই সংবাদ প্রকাশ হবার পর স্টোকস বলেন, ‘‌এ রকম নোংরা খবর পরিবেশন যিনি করেছেন, তাকে সাংবাদিক ভাবতে লজ্জা করছে। পরিবারের ভাবমূর্তি নষ্ট করা হয়েছে। প্রায় তিন দশক ধরে এ ঘটনা থেকে আমরা বেরিয়ে আসার চেষ্টা করছি। ধাক্কাটা সামলে ওঠার চেষ্টা করছি। তখনই এ খবরটা প্রকাশ করা হলো। গত শনিবার সান পত্রিকার সাংবাদিক নিউজিল্যান্ডে আমার মা-বাবার কাছে যায়। আর এই একান্ত ব্যক্তিগত ও স্পর্শকাতর বিষয়টি তোলে। তারপর প্রথম পাতায় বিষয়টি ছাপা হয়েছে। খবরে আমার নামও একাধিকবার ব্যবহার করা হয়েছে। এতে আমার ক্যারিয়ারে প্রভাব পড়তে পারে। আমার, স্ত্রী, সন্তান, মা-বাবার জীবনেও প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে। এ তথ্যটা ছাপার আগে অনুমতি নেয়া উচিত ছিল। শুধু পত্রিকার বিক্রি বাড়ানোর উদ্দেশেই এ প্রতিবেদন ছাপা হয়েছে। সবার কাছে অনুরোধ, আমার পরিবারের ব্যক্তিগত বিষয় ব্যক্তিগত থাকতে দিন। কেউ কাটাছেঁড়া করবেন না।’‌

  • সর্বশেষ
  • পঠিত