ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১ আপডেট : ৫ মিনিট আগে
শিরোনাম

ড্রতেই শেষ মাদ্রিদ ডার্বি

  স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ২৯ সেপ্টেম্বর ২০১৯, ১৩:০৯

ড্রতেই শেষ মাদ্রিদ ডার্বি

গোল শূন্য ড্রতেই শেষ স্প্যানিশ ফুটবল লিগের মাদ্রিদ ডার্বি। ওয়ান্দা মেট্রোপলিটানো স্টেডিয়ামে মাদ্রিদ ডার্বির শুরু থেকেই ম্যাচের উত্তাপ ছড়ায় দুই পাশ থেকেই। আক্রমণ-পাল্টা আক্রমণে ম্যাচ হয়ে ওঠে আধিপত্যের লড়াই।

ম্যাচের ৮ম মিনিটে গোলের সুযোগ থাকলেও জো ফেলিক্সের লক্ষ্যভ্রস্ট শটে গোলবঞ্চিত হয় অ্যাটলেটিকো। এর ঠিক ২ মিনিট পর গোলের সু্যোগ নষ্ট করেন রিয়ালের গ্যারেথ বেল। বিরতির আগ পর্যন্ত গোল না হওয়ায় গোলশূন্য থেকেই প্রথমার্ধ শেষ হয়।

বিরতির পর গোলের জন্য মরিয়া হয়ে খেলতে থাকে দুই দলই। ৫৭ মিনিটে নাচোর বাড়ানো বল ডি বক্সের মধ্যে ফাঁকা পেয়েও গ্যারেথ বেল লক্ষ্যভ্রস্ট শট করেন। এরপর বাকিটা সময় কোনো দলই বলার মতো কোনো গোলের সুযোগ তৈরি করতে পারেনি। ফলে গোলশূন্য ড্র দিয়ে পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়ে দুই মাদ্রিদ।

এই ড্রয়ে ৭ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে এসেছ রিয়াল মাদ্রিদ। আর গোল ব্যবধানে পিছিয়ে থেকে তৃতীয় স্থানে অ্যাতলেটিকো মাদ্রিদ।

  • সর্বশেষ
  • পঠিত