ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ৩৭ মিনিট আগে
শিরোনাম

নেপালকে হারিয়ে ফাইনালের পথে বাংলাদেশ

  স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ১১ অক্টোবর ২০১৯, ১৮:৩৮

নেপালকে হারিয়ে ফাইনালের পথে বাংলাদেশ

নেপালকে ২-১ গোলে হারিয়ে সাফ অনূর্ধ্ব-১৫ চ্যাম্পিয়নশিপের ফাইনালের পথে এগিয়ে গেল বাংলাদেশ। এ নিয়ে এ টুর্নামেন্টে লাল-সবুজের কিশোরীরা পেলে টানা দ্বিতীয় জয়ের দেখা।

ভুটানের চাংলিমিথাং স্টেডিয়ামে ম্যাচের ১২ মিনিটেই লিড নেয় বাংলাদেশ। প্রায় মাঝমাঠ থেকে দারুণ ক্ষিপ্র গতিতে একক নৈপুণ্যে চার নেপালি ডিফেন্ডারকে বোকা বানিয়ে গোল আদায় করে নেন আক্তার রিপা। এদিকে ম্যাচের ২৪তম মিনিটে ব্যবধান বাড়ান শামসুন্নাহার জুনিয়র। ডি-বক্সে হ্যান্ডবল করে বাংলাদেশকে পেনাল্টি উপহার দেয় নেপাল। স্পটকিক থেকে পরের মিনিটে লাল-সবুজদের ব্যবধান দ্বিগুণ করেন তিনি।

দ্বিতীয়ার্ধে ৬৪ মিনিটে ৩০ গজ দূর থেকে দারুণ এক শটে কারকি এক গোল শোধ করে দিলেও ম্যাচ বাঁচাতে পারেনি নেপাল। এ নিয়ে টানা দুই হারে বিদায় নিশ্চিত হয়ে গেল হিমালয় কন্যাদের।

এরআগে সাফ অনূর্ধ্ব-১৫ চ্যাম্পিয়নশিপে নিজেদের প্রথম ম্যাচে ভুটানকে ২-০ গোলে হারিয়েছিল বাংলাদেশ। চার দলের প্রতিযোগিতায় দুই ম্যাচ জিতে ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বাংলাদেশ। এক ম্যাচ খেলা ভারত ৩ পয়েন্ট নিয়ে আছে দ্বিতীয় স্থানে।

দুই ম্যাচ খেলে দুটিতেই হেরে ফাইনালের স্বপ্ন শেষ হয়ে গেছে নেপালের।

  • সর্বশেষ
  • পঠিত