ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১ আপডেট : ৫ মিনিট আগে
শিরোনাম

১০ বছর পর হারলো ইংল্যান্ড

  স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ১২ অক্টোবর ২০১৯, ১৫:০০

১০ বছর পর হারলো ইংল্যান্ড

ইউরো বাছাইপর্বের ম্যাচে চেক রিপাবলিকের কাছে হেরে দশ বছর অপরাজিত থাকার রেকর্ড থামলো ইংল্যান্ডের। ২০০৯ সালে বড় কোন টুর্নামেন্টের বাছাইপর্বে হেরেছিল ইংল্যান্ড। তখন প্রতিপক্ষ ছিল ইউক্রেন। চেক রিপাবলিকের কাছে ২-১ গোলে হেরেছে ইংল্যান্ড।

খেলা শুরুর মাত্র পঞ্চম মিনিটেই ডি-বক্সে লুকাস মাসোপুস্ট মিডফিল্ডার রাহিম স্টার্লিংকে ফাউল করলে পেনাল্টি পায় রাশিয়া বিশ্বকাপের সেমিফাইনালিস্টরা। সহজ স্পট কিকে দলকে এগিয় দেন অধিনায়ক হ্যারি কেন। ৪ মিনিট পরেই গোল শোধ করে দেন চেক তারকা জ্যাকাব ব্রাবেচ। এরপর থেকে খেই হারিয়ে গেলে ইংল্যান্ড। ৮৫তম মিনিটে জয়সূচক গোল করেন চেক স্ট্রাইকার জেডনেক অন্দ্রাসেক।

চেক রিপাবলিকের কাছে হেরে যাওয়ার পরও অবশ্য ‘গ্রুপ’র শীর্ষেই আছে ‘থ্রি লায়ন্স’রা। ৫ ম্যাচে ৪ জয়ে ১২ পয়েন্ট তাদের। চেক রিপাবলিকেরও পয়েন্ট একই। তবে ইংলিশদের চেয়ে এক ম্যাচ বেশি খেলায় এবং গোল ব্যবধানে পিছিয়ে থাকায় দ্বিতীয় স্থানে আছে দলটি।

  • সর্বশেষ
  • পঠিত