ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১ আপডেট : ২ মিনিট আগে
শিরোনাম

আবারো বিশ্রামে সাকিব!

  স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ১২ অক্টোবর ২০১৯, ১৮:২৫

আবারো বিশ্রামে সাকিব!

সিপিএল খেলতে বর্তমানে ওয়েস্ট ইন্ডিজে রয়েছেন সাকিব আল হাসান। বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডারের এনওসি ছিল গত শুক্রবার পর্যন্ত। বারবাডোজ ট্রাইডেন্টস টুর্নামেন্টের ফাইনালে যাওয়ায় এনওসি বাড়িয়ে নিয়েছেন তিনি। ফলে জাতীয় ক্রিকেট লিগে (এনসিএল) খেলতে পারছেন না তিনি।

১৪ তারিখ নাগাদ সাকিবকে দেশে আশা করছেন ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান আকরাম। সিপিএল থেকে ফিরে বিশ্রামে থাকবেন তিনি। তাই এনসিএল’র এবারের আসরে না-ও খেলতে পারেন বিশ্বসেরা এই অলরাউন্ডার।

আকরাম খান বলেন, ‘সাকিবের এনওসি ছিল গতকাল (১১ অক্টোবর) পর্যন্ত। ওর টিম ফাইনালে উঠেছে, আমাকে ফোন দিয়েছিল। কথা হয়েছে। দুই দিনের এনওসি দিয়েছি আমরা। ১৩-১৪ তারিখের দিকে দেশে ফিরবে। তারও একটা বিশ্রামের ব্যাপার রয়েছে। গত সিরিজে খেলেই ও সেখানে খেলতে গেছে।’

অবশ্য সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে প্রধান কোচ রাসেল ডমিঙ্গোর মতামতকে প্রাধান্য দেওয়া হচ্ছে বলে জানালেন সাবেক এই অধিনায়ক, ‘কোচের পরামর্শই আমরা অনুসরণ করছি। যেমন যারা দুই ফরম্যাটে খেলবে (টেস্ট ও টি-টোয়েন্টি) তাদের জন্য দুইটা রাউন্ড পর্যন্ত অনুমোদন দেওয়া হবে। কোচ যেটা বলবে সেটাই হবে। কোচের সাথে আলোচনা করে সব সিদ্ধান্ত নেওয়া হবে।’ লাল বলের ক্রিকেটে সাকিবের আগ্রহ এমনিতেই কম। টেস্ট ক্রিকেট নিয়ে অনাগ্রহের কথা নিজের মুখেই স্বীকার করেছিলেন তিনি। জাতীয় লিগে তার ক্যারিয়ারও অনিয়মিত। এজন্যই হয়তো এনসিএল খেলার প্রতি সাকিবের অনীহা। আর বিসিবিও খুব একটা চাপ দিতে আগ্রহী নয়।

  • সর্বশেষ
  • পঠিত