ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১ আপডেট : ১ ঘন্টা আগে
শিরোনাম

মোস্তাফিজকে প্রমাণ দিতে হবে: নান্নু

  স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ১৫ অক্টোবর ২০১৯, ১৮:১৯

মোস্তাফিজকে প্রমাণ দিতে হবে: নান্নু

এবারের জাতীয় লিগে প্রথম রাউন্ডে খেলার কথা ছিল মোস্তাফিজের। বিমানবন্দরের উদ্দেশে রওনাও হয়েছিলেন, কিন্তু শেষ মুহূর্তে ফিজিওর ছাড়পত্র না পাওয়ায় খেলা হয়নি মোস্তাফিজুর রহমানের। এনসিএলের দ্বিতীয় পর্বে খুলনার হয়ে খেলবেন তিনি। কিন্তু এই ম্যাচে নিজেকে প্রমাণ করতে হবে মোস্তাফিজকে। এমনটাই জানালেন বিসিবির প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু।

নান্নু বললেন, ভারত সফরের জন্য বিবেচিত হতে হলে আগে জাতীয় লিগে নিজেকে প্রমাণ করে আসতে হবে। তবে আপাতত দিনে ১৫ ওভারের বেশি বল করা যাবে না, এমন একটা শর্তও দিয়ে দেওয়া হয়েছে মোস্তাফিজকে।

নান্নু আরও বলেন, 'এখন সে রিকভার করেছে। দেখার বিষয় যে সে কত ওভার বল করতে পারে। একটা গাইডলাইন দিয়েছে যে ১৫ ওভারের বেশি বল করতে পারবে না দ্বিতীয় ম্যাচটিতে। সেই হিসেবে আমরা এটি দেখবো এবং ওর ফিটনেসের ব্যাপারে চিন্তা করবো। এক এক ইনিংসে পার ডে ১৫ ওভার পর্যন্ত করতে পারবে।'

এছাড়া এনসিএলে ফিটসেন পরীক্ষা পাশ করলে ভারতে দুই টেস্টেই মোস্তাফিজ খেলতে পারবে কিনা এমন প্রশ্নের জবাবে নান্নু বলেন, ‘এটা পুরোপুরি টিম ম্যানেজমেন্টের সিদ্ধান্ত। মাঠে আমরা কাজ করি না। ফিটনেস ট্রেইনার, বোলিং কোচ আছে, এরাই কিন্তু আপডেটটি দিবে। ও কতটুকু বোলিং করতে পারবে, ব্যাক টু ব্যাক টেস্ট ম্যাচ খেলতে পারবে কিনা।'

  • সর্বশেষ
  • পঠিত