ঢাকা, মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১ আপডেট : ৩৫ মিনিট আগে
শিরোনাম

বাংলাদেশ সমান ব্রাজিল, একটু এগিয়ে আর্জেন্টিনা

  স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ১৮ অক্টোবর ২০১৯, ১৮:০৯

বাংলাদেশ সমান ব্রাজিল, একটু এগিয়ে আর্জেন্টিনা

ব্রাজিলের বিশ্বকাপ জয়ের সংখ্যা সর্বোচ্চ পাঁচটি। অন্যদিকে আর্জেন্টিনাও বিশ্বকাপ জয়ের স্বাদ পেয়েছে দুইবার। আর বাংলাদেশ? বিশ্বকাপের বাছাইপর্বেই অংশগ্রহণের সুযোগই পায় কালেভাদ্রে। সে বাংলাদেশের সঙ্গেই ব্রাজিল-আর্জেন্টিনার তুলনা? অবাক হওয়ার আগে জেনে নিন, এ বছর জয়ের হারে বাংলাদেশ ব্রাজিল-আর্জেন্টিনার সমানই।

চলতি বছর এখন পর্যন্ত বাংলাদেশ আটটি আন্তর্জাতিক ম্যাচ খেলেছে। এর মধ্যে চারটিতেই জিতেছে বাংলাদেশ। জয়ের হার পুরোপুরি ৫০ শতাংশ। যা পাঁচবারের বিশ্বকাপ চ্যাম্পিয়ন ব্রাজিলের জয়ের হারের সমান। তবে, বাংলাদেশ-ব্রাজিলের থেকে অল্প একটু এগিয়ে দুইবারের বিশ্বকাপ চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। মেসিদের দেশটির জয়ের হার ৫৩.৮৪ শতাংশ।

বাংলাদেশ চারটি ম্যাচ জেতার পাশাপাশি দুটি ড্র এবং দুটি ম্যাচে হেরেছে। বাংলাদেশের সামনে আরও ম্যাচ বাকি। যেখানে বেশিরভাগই ২০২২ সালের বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ।

এই বছর ১৩টি ম্যাচ খেলেছে আর্জেন্টিনা। এর মধ্যে জিতেছে ৭ ম্যাচ, হেরেছে ৩টিতে ও ড্র করেছে বাকি ৩ ম্যাচে। আর্জেন্টিনার জয়ের হার ৫৩.৮৪ শতাংশ। ব্রাজিল চলতি বছর এখন পর্যন্ত ১৪টি ম্যাচ খেলে জয় পেয়েছে ৭ ম্যাচে, হেরেছে ১ ম্যাচে আর ড্র করেছে ৬ ম্যাচে। ব্রাজিলের জয়ের হার ৫০ শতাংশ, যা বাংলাদেশের সমান।

  • সর্বশেষ
  • পঠিত