ঢাকা, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১ আপডেট : ১২ মিনিট আগে
শিরোনাম

ছক্কা মেরে রোহিত শর্মার ডাবল সেঞ্চুরি

  স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ২০ অক্টোবর ২০১৯, ১৪:৩৪

ছক্কা মেরে রোহিত শর্মার ডাবল সেঞ্চুরি

প্রথম দিন বৃষ্টির জন্য তাড়াতাড়ি খেলা বন্ধ হয়ে যাওয়ায় হতাশ হয়েছিলেন দর্শকরা। কিন্তু দ্বিতীয় দিন সেই হতাশা দূর করলেন রোহিত ও রাহানে। তিন বছর পর দেশের মাঠে সেঞ্চুরি করলেন ভারতীয় ক্রিকেট দলের সহ-অধিনায়ক। লাঞ্চের বিরতির পর সেঞ্চুরির মতো ছক্কা হাঁকিয়ে টেস্ট ক্রিকেটে নিজের প্রথম ডাবল সেঞ্চুরি করলেন রোহিত শর্মা।

গতকাল বৃষ্টি হওয়ায় শুরুতে পিচে একটু সুইং ছিল। তাই প্রথম এক ঘণ্টা ধরে ব্যাট করলেন তারা। এর মধ্যেই নিজের সেঞ্চুরি পূর্ণ করলেন রাহানে। সেই ২০১৬ সালে দেশের মাঠে শেষ টেস্ট সেঞ্চুরি করেছিলেন রাহানে।

তখন ধীরে ধীরে ডাবল সেঞ্চুরির দিকে এগোচ্ছিলেন রোহিত। দেড়শো রান করার সঙ্গে সঙ্গেই এক রেকর্ড করলেন রোহিত। তিনিই একমাত্র ওপেনার যিনি দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে এক সিরিজে দু’বার দেড়শো রান করেছেন। লাঞ্চের বিরতিতে যাওয়ার সময় রোহিতের রান ছিল ১৯৯। লাঞ্চের বিরতির পর ফিরে এসে এনগিডিকে মিড উইকেটের উপর দিয়ে পুল করে ছক্কা মেরে নিজের প্রথম ডাবল সেঞ্চুরি করেন রোহিত। তারপরও চালিয়ে খেলছিলেন তিনি। অবশেষে ২১২ রানের মাথায় এনগিডিকে ফের ছক্কা মারতে গিয়ে বাউন্ডারিতে রাবাদার হাতে ক্যাচ দিয়ে আউট হন রোহিত।

  • সর্বশেষ
  • পঠিত