ঢাকা, বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১ আপডেট : ৪ মিনিট আগে
শিরোনাম

‘দ্য হান্ড্রেডে’ দল পাননি বাংলাদেশের কোনো ক্রিকেটার

  স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ২১ অক্টোবর ২০১৯, ১১:৩৫

‘দ্য হান্ড্রেডে’ দল পাননি বাংলাদেশের কোনো ক্রিকেটার

বাংলাদেশ থেকে সাকিব আল হাসান-তামিম ইকবালসহ ১১ ক্রিকেটার দ্য হান্ড্রেডের ড্রাফটে নিবন্ধন করেছিলেন। কিন্তু রবিবার রাতে হওয়া ড্রাফটে তাদের ডাকেনি কোনো দল। দলহীনদের তালিকায় আছেন সর্বোচ্চ ভিত্তিমূল্যের ক্রিস গেইল ও লাসিথ মালিঙ্গাও।

আগামী বছরের ইংলিশ গ্রীষ্মে শুরু হবে এ টুর্নামেন্ট। এতে অংশগ্রহণ করবে ইংল্যান্ডের ৮টি শহরের দল। ২০২০ সালের ১৭ জুলাই থেকে ১৬ আগস্ট পর্যন্ত চলবে ব্যাট-বলের যুদ্ধ।

টুর্নামেন্ট হবে রাউন্ড রবিন পদ্ধতিতে। লিগ ম্যাচ হবে ৩২টি। হোম অ্যান্ড অ্যাওয়ে ভিত্তিতে প্রতিটি দল একে অপরের মুখোমুখি হবে।

প্রতিটি দল তিনজন করে বিদেশি ক্রিকেটার রাখার সুযোগ পাবে।

ড্রাফটে সাকিব ও তামিম একই ক্যাটাগরিতে আছেন এবং তাদের ভিত্তিমূল্য ছিল ১ লাখ পাউন্ড। মুস্তাফিজুর রহমানের ভিত্তিমূল্য ছিল ৬০ হাজার পাউন্ড। লিটন দাস, ইমরুল কায়ের ও মুশফিকুর রহিমের ভিত্তিমূল্য ছিল ৪০ হাজার পাউন্ড। বাকি পাঁচ বাংলাদেশি ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদ, আবু হায়দার রনি, তাসকিন আহমেদ, মোহাম্মদ মিঠুন ও মোহাম্মদ সাইফউদ্দিনের কোনো নির্দিষ্ট ভিত্তিমূল্য ছিল না।

বাংলাদেশ জার্নাল/কেআই

  • সর্বশেষ
  • পঠিত