ঢাকা, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১ আপডেট : ৯ মিনিট আগে
শিরোনাম

বিসিবিতে যাচ্ছেন ক্রিকেটাররা

  স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ২৩ অক্টোবর ২০১৯, ২০:১৫  
আপডেট :
 ২৪ অক্টোবর ২০১৯, ০০:৩০

বিসিবিতে যাচ্ছেন ক্রিকেটাররা

ক্রিকেদারদের দাবি ১১ দফা থেকে বেড়ে হয়েছে ১৩ দফা। সেই দাবির তালিকা আজ ই-মেইল ও কুরিয়ারযোগে পাঠিয়ে দেওয়া হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছে। সন্ধ্যায় গুলশানে ১৩ দফা দাবির বিষয়টি সংবাদ সম্মেলনের মাধ্যমে উপস্থাপন করেন ক্রিকেটারদের আইনজীবি ব্যারিস্টার মোস্তাফিজুর রহমান খান।

গুলশানে সংবাদ সম্মেলন শেষে ক্রিকেটাররা একসঙ্গে বসেন। সেখানে তারা সিদ্ধান্ত নেন বিসিবিতে যাওয়ার এবং বিসিবি কর্মকর্তাদের সঙ্গে দাবি-দাওয়াগুলো নিয়ে বসার। এ রিপোর্ট লেখার সময় ক্রিকেটাররা গুলশান থেকে মিরপুরে যাচ্ছে।

প্রথমে বিসিবি ভবনে গিয়ে আলোচনার কথা শোনা গেলেও খেলোয়াড়রা গুলশানে অবস্থান নেন। সেখানেই তারা কথা বলেন সংবাদ মাধ্যমের সঙ্গে। এর আগে ক্রিকেটারদের ১১ দফা দাবি-দাওয়া নিয়ে সৃষ্ট ধর্মঘট নিরসনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন। এ সময় সঙ্গে ছিলেন বোর্ড পরিচালক ও কোয়াবের (ক্রিকেটার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ) সভাপতি নাঈমুর রহমান দুর্জয়। চলমান ইস্যু নিয়েই প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা হয়েছে তাদের।

  • সর্বশেষ
  • পঠিত