ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ২৫ মিনিট আগে
শিরোনাম

আন্দোলন স্থগিত, মাঠে ফিরছেন ক্রিকেটাররা

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ২৩ অক্টোবর ২০১৯, ২৩:১৩  
আপডেট :
 ২৩ অক্টোবর ২০১৯, ২৩:৪৪

আন্দোলন স্থগিত, মাঠে ফিরছেন ক্রিকেটাররা

অনেক নাটকীয়তার পর অবশেষে ক্রিকেটাররা তাদের আন্দোলন স্থগিত করার ঘোষণা দিয়েছে। বিসিবির সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই কথা জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন।

আজ বুধবার রাতে আন্দোলনরত খেলোয়াড় ও বিসিবি কর্মকর্তাদের বৈঠকে এই সিদ্ধান্ত নেয়া হয়। এছাড়াও আগামী শনিবার (২৬ অক্টোবর) থেকে মাঠেও ফিরছে ক্রিকেটাররা।

ক্রিকেটাররা প্রথম দিন যে ১১টি দাবি তুলেছিলেন বৈঠকে তার ৯টি মেনে নেয়ার আশ্বাস দিয়েছে বিসিবি। এরপরই ধর্মঘট তুলে নেন ক্রিকেটাররা। ফলে, আগামী ২৫ অক্টোবর থেকেই শুরু হতে যাওয়া ভারত সফরের অনুশীলন ক্যাম্পে অংশ নেবেন সাকিব আল হাসানরা। আর দুইদিন দেরিতে আগামী শনিবার থেকে জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) ম্যাচ খেলবেন লিগে অংশ নেয়া ক্রিকেটাররা।

বৈঠক শেষে বিসিবি সভাপতি বলেন, ‘ক্রিকেটারদের দাবি মানার মতো। তাদের দাবি-দাওয়া পূরণ করা হবে। তাদের ভাতা, সম্মানী বাড়ানোর বিষয়ে আমরা কোনো কার্পণ্য করব না। এছাড়া অবকাঠামোগত যে সব সুযোগ-সুবিধার কথা ক্রিকেটাররা বলেছেন আমরা সে ব্যাপারেও পদক্ষেপ নেব।’

পাপনের বক্তব্যের পর টাইগার অধিনায়ক সাকিব আল হাসান বলেন, ‘আজকে যে আলোচনা হয়েছে তাতে আমরা সন্তুষ্ট। তবে দাবিগুলো বাস্তবায়ন হওয়ার পরেই বোঝা যাবে আমরা কতটুকু সন্তুষ্ট হতে পারলাম।’

বুধবার নতুন করে ক্রিকেটাররা বিসিবির লভ্যাংশের ন্যায্য হিস্যা নিয়ে যে দাবি তুলেছিলেন সে বিষয়টি নিয়ে আপাতত কোনো কথা হয়নি। জানিয়ে সাকিব বলেন, ‘আলোচনা ফলপ্রসূ হয়েছে। বিসিবি আমাদের দাবি মেনে নেয়ার আশ্বাস দিয়েছে। বিষয়গুলো নিয়ে বিসিবি আরো গভীরভাবে আলোচনা করবে। আমরা ক্রিকেটে ফিরছি। ২৫ তারিখের ক্যাম্পে খেলোয়াড়রা অংশ নেবে। আর শনিবার থেকে লিগ খেলা শুরু করবে ক্রিকেটাররা।’

গত সোমবার হঠাৎ করে বিসিবিতে জড়ো হয়ে সংবাদ সম্মেলন করে ১১ দফা দাবি তুলে ধর্মঘটের ডাক দেন বাংলাদেশের ক্রিকেটাররা। মঙ্গলবার সংবাদ সম্মেলন করেন বিসিবি সভাপতি নাজমুল হোসেন পাপন। পরে আজ সন্ধ্যায় গুলশানে সংবাদ সম্মেলন করে আইনজীবীর মাধ্যমে দাবির কথা পুনরায় তুলে ধরেনে আন্দোলনরত ক্রিকেটাররা।

বাংলাদেশ জার্নাল/ওয়াইএ

  • সর্বশেষ
  • পঠিত