ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১ আপডেট : ১ মিনিট আগে
শিরোনাম

বৈঠক শেষে যা বললেন সাকিব

  স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ২৪ অক্টোবর ২০১৯, ০০:২৬

বৈঠক শেষে যা বললেন সাকিব

অনেক নাটকীয়তার পর অবশেষে ক্রিকেটাররা প্রত্যাহার করলেন তাদের ধর্মঘট। বিসিবি কার্যালয়ে বৈঠক শেষে বেরিয়ে জাতীয় দলের অধিনায়ক সাকিব আল হাসান বলেন, ‘আলোচনা ফলপ্রসু হয়েছে। বিসিবি ক্রিকেটারদের বেশিরভাগ দাবি মেনে নিয়েছে। আগামী শনিবার থেকে ক্রিকেটাররা আবার মাঠে ফিরবেন।’

বুধবার রাত ৯টার পর আন্দোলনরত ক্রিকেটারদের সঙ্গে মিরপুরে বিসিবি কার্যালয়ে বৈঠকে বসেন সভাপতি নাজমুল হাসান পাপনসহ বিসিবি কর্মকর্তারা।

আজ সন্ধ্যায় ক্রিকেটারদের উত্থাপিত নতুন দুই দাবিসহ ১৩ দফা দাবির ১১টি মেনে নিয়েছে বিসিবি। নতুন দুই দাবি, তথা রাজস্ব আয়ের একটা অংশ ক্রিকেটারদের দেয়া এবং বোর্ডের স্বচ্ছতা ও জবাবদিহীতার বিষয়টি মেনে নেয়া হয়নি। কারণ, এই দুটি দাবি নতুনভাবে উত্থাপন করা হয়েছে আজই। বিসিবি আশ্বাস দিয়েছে, পরবর্তী সময়ে আলোচনা করে এগুলোর ব্যাপারে সিদ্ধান্ত দেবেন।

সাকিব বলেন, ‘আমাদের কয়েকটি দাবি মেনে নেয়ার ক্ষেত্রে কিছু নিয়ম-কানুন রয়েছে। সেগুলো আসলে আমরা তো জানি না। তবে সেগুলো যত দ্রুত সময়ে করা সম্ভব করা হবে বলে আমরা একমত হয়েছি।’

এসময় নতুন দুই দাবি প্রসঙ্গে সাকিব বলেন, ‘পাপন ভাই বলেছে, নতুন দাবি দুইটি আজকের। এটা নিয়ে আলোচনার সময় পাওয়া যায়নি। তবে এটা নিয়ে আমরা পরে আলোচনা করবো।’

অন্যদিকে কোয়াবের বিষয়টি নিয়ে বিসিবি সভাপতি পাপন কিছু বলেননি। কারণ, ওটা তার এখতিয়ারের বাইরে। তবুও সংবাদ সম্মেলনে সাকিব আল হাসান জানিয়েছেন, ‘কোয়াবের বর্তমান সভাপতি নাঈমুর রহমান দুর্জয়ের সঙ্গে তাদের কথা হয়েছে। দুর্জয় জানিয়েছেন, খুব শিগগিরই নির্বাচন হবে। নির্বাচনের মাধ্যমে নেতৃত্বেও পরিবর্তন আসবে এবং রানিং ক্রিকেটারদের মধ্য থেকেও নেতৃত্ব নির্বাচন করা হবে।’

বাংলাদেশ জার্নাল/ওয়াইএ

  • সর্বশেষ
  • পঠিত