ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ২ মিনিট আগে
শিরোনাম

টি-টোয়েন্টির অধিনায়ক মাহমুদউল্লাহ, টেস্টে মুমিনুল

  স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ২৯ অক্টোবর ২০১৯, ২০:৩২  
আপডেট :
 ২৯ অক্টোবর ২০১৯, ২০:৪২

টি-টোয়েন্টির অধিনায়ক মাহমুদউল্লাহ, টেস্টে মুমিনুল

ভারত সফরের জন্য টি-টোয়েন্টি ও টেস্টের দল ঘোষণা করেছে বাংলাদেশ। টি-টোয়েন্টির অধিনায়ক করা হয়েছে মাহমুদউল্লাহ রিয়াদকে। আর টেস্টে দলের নেতৃত্ব দেবেন মুমিনুল হক। মঙ্গলবার (২৯ অক্টোবর) সন্ধ্যায় ভারত সফরের জন্য এ দল ঘোষণা করে বিসিবি। বাংলাদেশ দলের অধিনায়ক সাকিব আল হাসান সব ধরনের ক্রিকেটে দুই বছরের জন্য নিষিদ্ধ। তাই বাংলাদেশ দলের হয়ে ভারত যাওয়া হচ্ছেনা সাকিবের।

পিঠের ইনজুরিতে আক্রান্ত সাইফউদ্দিন ছিটকে গেছেন আগেই। ব্যক্তিগত কারণে সরে দাঁড়িয়েছেন তামিম ইকবাল। মঙ্গলবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে ১৫ সদস্যের দল ঘোষণা করেছেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু। সাকিবের জায়গায় তাইজুল ইসলাম, তামিমের জায়গায় মোহাম্মদ মিঠুন এবং সাইফউদ্দিনের জায়গায় দলে এসেছেন আবু হায়দার রনি।

২০০০ সালে টেস্ট স্ট্যাটাস পেলেও বাংলাদেশ প্রথম ভারত সফরে যায় ২০১৭ সালে। সেবার হায়দরাবাদে একমাত্র টেস্ট খেলেছিলেন সাকিব-মুশফিকরা। ভারতের মাটিতে পূর্ণাঙ্গ সফর তাই এবারই প্রথম।

তিনটি টি-টোয়েন্টি ও দুইটি ওয়ানডে খেলতে আগামীকাল বুধবার ভারত সফরে যাওয়ার কথা বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের। ৩ নভেম্বর দিল্লিতে অনুষ্ঠিত হবে সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচ।

এরপর ৭ নভেম্বর রাজকোটে হবে দ্বিতীয় টি-টোয়েন্টি। ১০ নভেম্বর নাগপুরে হবে শেষ টি-টোয়েন্টি। ইন্দোরে ১৪ নভেম্বর শুরু হবে প্রথম টেস্ট। ২২ নভেম্বর কলকাতায় শুরু হবে দ্বিতীয় টেস্ট।

২০ ওভারের লড়াই শেষে ১৪ নভেম্বর ইন্দোরে শুরু হবে প্রথম টেস্ট। কলকাতায় দিবা-রাত্রির দ্বিতীয় টেস্ট শুরু ২২ নভেম্বর থেকে।

টি-টোয়েন্টি স্কোয়াড:

মাহমুদউল্লাহ (অধিনায়ক), মোহাম্মদ মিঠুন, লিটন দাস, সৌম্য সরকার, নাঈম শেখ, মুশফিকুর রহিম, আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেন, আমিনুল ইসলাম বিপ্লব, আরাফাত সানি, আবু হায়দার, আল-আমিন হোসেন, মোস্তাফিজুর রহমান, তাইজুল ইসলাম, শফিউল ইসলাম।

  • সর্বশেষ
  • পঠিত