ঢাকা, মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ২১ মিনিট আগে
শিরোনাম

দিল্লির আবহাওয়া খেলার উপযুক্ত নয়: ডমিঙ্গো

  স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ০১ নভেম্বর ২০১৯, ১৪:৫৯

দিল্লির আবহাওয়া খেলার উপযুক্ত নয়: ডমিঙ্গো

প্রথমবারের মত পূর্ণ সিরিজ খেলতে ভারত সফরে গিয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। কিন্তু মারাত্মক বায়ুদূষণের ফলে ভারতের রাজধানীর আবহাওয়া দুঃসহ হয়ে উঠেছে। এমন অবস্থায় খেলোয়াড়দের মাস্ক পরিহিত অবস্থায় অনুশীলন করতে হচ্ছে।

এবার দিল্লির আবহাওয়া নিয়ে মুখ খুললেন বাংলাদেশের প্রধান কোচ রাসেল ডমিঙ্গো। দিল্লির দূষণের কারণে দলের কোচিং স্টাফ ও খেলোয়াড়দের সবাই ভোগান্তি পোহাচ্ছেন। বায়ুদূষণের কারণে নিঃশ্বাস নিতেও কষ্ট হচ্ছে বলেই জানিয়েছেন বিডি বস।

তিনি বলেন, ‘ধোঁয়ায় চোখ জ্বালাপোড়া করছে। কখনো নিঃশ্বাস নিতেও কষ্ট হচ্ছে, শ্বাসপ্রশ্বাসে সমস্যা হচ্ছে। মাস্ক ব্যবহার করা আবশ্যক হয়ে পড়েছে। দিল্লির আবহাওয়ার সাথে আমরা মানিয়ে নিতে পারছি না। এখানে ভালো অনুভব করছি না।’

এদিকে পরিবেশবাদিরা দিল্লি থেকে প্রথম টি-টোয়েন্টি ম্যাচ সরিয়ে দেওয়ার আবেদন করেছিল। কিন্তু বিসিসিআিই সভাপতি সৌরভ গাঙ্গুলি সাফ জানিয়ে দিয়েছেন বাংলাদেশ-ভারত টি-টোয়েন্টি ম্যাচ দিল্লিতেই হবে।

  • সর্বশেষ
  • পঠিত