ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১ আপডেট : ৪৪ মিনিট আগে
শিরোনাম

বার্সায় নিজের ভবিষ্যত নিয়ে চিন্তিত নন ভালভার্দে

  স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ০৯ নভেম্বর ২০১৯, ১৮:২২

বার্সায় নিজের ভবিষ্যত নিয়ে চিন্তিত নন ভালভার্দে

বার্সেলোনার কোচ হিসেবে নিজের ভবিষ্যত নিয়ে মোটেই চিন্তিত নন ভালভার্দে। একইসাথে তিনি জানিয়েছেন ক্লাবের পক্ষ থেকেও তিনি পূর্ণ সমর্থনই পাচ্ছেন।

গত সপ্তাহে লা লিগায় লেভান্তের কাছে ৩-১ গোলে পরাজয়ের পর বার্সেলানায় ভালভার্দের অবস্থান নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়। মঙ্গলবারও চ্যাম্পিয়ন্স লিগে স্লাভিয়া প্রাগের বিপক্ষে ক্যাম্প ন্যুতে গোলশূন্য ড্র করে পয়েন্ট হারিয়েছে বার্সা।

এই ম্যাচের পর নিজের ভবিষ্যত নিয়ে চিন্তিত কিনা এমন প্রশ্নের উত্তরে ভালভার্দে বলেছেন, ‘একদমই না, ক্লাব আমাকে সমর্থন দিচ্ছে ও আমার ওপর তাদের পূর্ণ আস্থা আছে। এখানে আমার কোন সমস্যা নেই।’

এবারের মৌসুমে লিগে ইতোমধ্যেই তিনটি ম্যাচে পরাজিত হয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা। গত মে মাসে চ্যাম্পিয়ন্স লিগে সেমিফাইনালে লিভারপুলের কাছে পরাজয়ের তিক্ত অভিজ্ঞতা থেকে মূলত দল এখনো বেরিয়ে আসতে পারেনি। ভালভার্দে বলেন, ‘আমাকে সমালোচনার প্রকৃত অর্থ বুঝতে হবে। স্লাভিয়ার বিপক্ষে আমরা ভাল খেলেছি কিনা সে সম্পর্কে আমি বেশি কিছু বলতে চাই না। উভয় অর্ধেই আমরা গোলের সুযোগ নষ্ট করেছি, নাহলে হয়ত ম্যাচের ভাগ্য ভিন্ন হতে পারতো।’

গত মাসে মৌসুমের প্রথম এল ক্লাসিকো বাতিল হয়ে আগামী ১৮ ডিসেম্বর নতুন তারিখ ঘোষণা করা হয়েছে। ম্যাচটি দুপুরে অনুষ্ঠানের ব্যপারে লা লিগা কর্তৃপক্ষ সুপারিশ করেছে। এ সম্পর্কে ভালভার্দে বলেছেন, ‘আমি কিছুতেই বুঝতে পারলাম না এই সময়ে কিভাবে ম্যাচ অনুষ্ঠিত হয়। সমর্থকদের জন্য বিষয়টি মোটেই সুখকর নয়। এখানে যারা থাকে তাদের জন্য ঠিক আছে, কিন্তু অনেকেই অনেক দুর থেকে এসে খেলা দেখে। বিষয়টি পুনর্বিবেচনার জন্য অনুরোধ জানাচ্ছি।’

  • সর্বশেষ
  • পঠিত