ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১ আপডেট : ৩৭ মিনিট আগে
শিরোনাম

প্রথম টেস্টের পিচ সম্পর্কে ধারণা দিলেন কিউরেটর

  স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ১২ নভেম্বর ২০১৯, ১৮:২৮

প্রথম টেস্টের পিচ সম্পর্কে ধারণা দিলেন কিউরেটর

টি-টোয়েন্টি সিরিজের পর সবার নজর এখন টেস্টের দিকে। আগামী বৃহস্পতিবার ইন্দোরের হলকার ক্রিকেট স্টেডিয়ামে প্রথম টেস্টে স্বাগতিক ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। এই টেস্টে পিচের আচরণ কেমন হবে তা নিয়ে ধারণা দিয়েছেন স্টেডিয়ামটির কিউরেটর সামান্দার সিং চৌহান।

ইন্দোরের হলকার স্টেডিয়ামের পিচ নিয়ে ভারতীয় এক সংবাদমাধ্যমকে সামান্দার সিং চৌহান বলেন, ভালো উইকেট, স্পোর্টিং উইকেট, সবার জন্যই সাহায্য থাকবে। ফরম্যাট বিবেচনায় পিচ পাঁচদিনের জন্যই ভালো থাকবে।

কিছুদিন ধরে মেঘের আনাগোনা থাকায় পিচ কাভারে ঢেকে রাখতে হয়েছে। চৌহান বলেন, “গত কয়েকদিনে আবহাওয়া একটা বড় সমস্যা। যদিও আমরা তৈরি ছিলাম। আবহাওয়ার পূর্বাভাসে খারাপ কিছু নেই অবশ্য।

সামান্দার সিং চৌহান এই স্টেডিয়ামে লাল মাটি ব্যবহার করছেন। লাল মাটির উইকেটে ভালো বাউন্স পান বোলাররা। এটা পেসারদের সুবিধা দেয়। আর যদি ব্যাটসম্যানরা নিজেদের মেলে ধরতে পারেন তাহলে এটা স্ট্রোক খেলার জন্যও ভালো। আর খেলার সময় যত গড়াবে ততই এটা স্পিনারদের জন্য সহায়ক হতে থাকবে।

  • সর্বশেষ
  • পঠিত