ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ৭ মিনিট আগে
শিরোনাম

সর্বোচ্চ রানের রেকর্ডে টাইগাররা

  স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ১৪ নভেম্বর ২০১৯, ১৬:৪৩  
আপডেট :
 ১৪ নভেম্বর ২০১৯, ১৬:৫১

সর্বোচ্চ রানের রেকর্ডে টাইগাররা

সিরিজ নির্ধারনী ওয়ানডেতে শ্রীলঙ্কা অ-১৯ ক্রিকেট দলের বিপক্ষে আগে ব্যাট করতে নেমে ৭ উইকেটে ৩৪০ রান সংগ্রহ করেছে টাইগার যুবারা। যা ওয়ানডেতে নিজেদের সর্বোচ্চ রানের রেকর্ড।

চট্রগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ব্যাটিংয়ে নেমে শুরুতেই ওপেনার পারভেজ হোসাইন ফিরে গেলেও আরেক ওপেনার তানজিদ হাসান তামিমের ব্যাটে দারুণ সূচনা পেয়েছে বাংলাদেশ। ভালো শুরু এনে দিয়ে অর্ধশতক তুলে নেন তানজিদ হাসান তামিম। এরপর ৬০ রান করে বিদায় নেন তিনি।

পরবর্তীতে তাকে সঙ্গ দেওয়া মাহমুদুল হাসানও ফিরেন ৫২ রান করে। এরপর আবারো জুটি বাঁধেন তৌহিদ হৃদয় ও আকবর আলী। শত রানের জুটি গড়ে আকবর আলী ব্যক্তিগত ৫২ রান করে ফিরলেও অর্ধশতক তুলে নিয়ে শতকের দিকে এগুতে থাকেন তৌহিদ হৃদয়। ৯১ বলে সেঞ্চুরি হাঁকান হৃদয়। তার অপরাজিত ১২৩ রানে লঙ্কানদের বিপক্ষে ৭ উইকেটে ৩৪০ রান সংগ্রহ করে টাইগার যুবারা।

এর আগে টাইগার যুবাদের সর্বোচ্চ রান ছিল ৩১৬। যা কিছুদিন আগে কিউইদের বিপক্ষে তাদের মাটিতেই করেছিল টাইগার যুবারা।

উল্লেখ্য, সিরিজের প্রথম ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হওয়ার পর দ্বিতীয় ম্যাচটিতে লঙ্কানদের হারিয়ে ১-০ তে এগিয়ে আছে বাংলাদেশ অ-১৯ দল।

  • সর্বশেষ
  • পঠিত