ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১ আপডেট : ৪ মিনিট আগে
শিরোনাম

বাসা থেকেই বের হন না পাপন

  স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ১৭ নভেম্বর ২০১৯, ১২:৫৫  
আপডেট :
 ১৭ নভেম্বর ২০১৯, ১৩:০০

বাসা থেকেই বের হন না পাপন

ইন্দোর টেস্টে বাংলাদেশের হারের পর নাজমুল হাসান পাপন শুনালেন তার কষ্টের কথা। বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকার প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে আনুষ্ঠানিকভাবে উন্মোচিত হয়ে গেল বিপিএলের লোগো। অনুষ্ঠানের পর সংবাদমাধ্যমের সামনে আসেন বিসিবি সভাপতি।

বাংলাদেশ দলের টেস্টের পারফরম্যান্স নিয়ে জানতে চাওয়া হলে নাজমুল হাসান পাপন বলেন, ‘টেস্টের আগেই তো মন ভেঙে গেছে। এই সিরিজে অনেক আশা ছিল, টি-টোয়েন্টি আমরা জিতব। এর আগে প্রতিবার শেষ করতে গিয়ে আমরা হেরেছি। তবে এবার মনে-প্রাণে বিশ্বাস ছিল আমরা জিতব। কারণ প্রথম ম্যাচ জিতেছি। দ্বিতীয় ম্যাচ ওরা ভালো খেলে জিতেছে। তৃতীয় ম্যাচ তো নিশ্চিত জেতা ম্যাচ। ওই হার আসলে মানতে পারছি না। আমি তো এখন বাসা থেকেই বের হই না। কোথাও যেতে চাই না।’

বিসিবি সভাপতি আরো বলেন, ‘টেস্ট আমি যতটা ভেবেছিলাম, তার চেয়ে খারাপ হয়েছে। শুধু পিচ বা আবহ তৈরি করে লাভ নেই। ক্রিকেটারদের মধ্য থেকেও আসতে হবে। ভারতে আমি দেখেছি, ওরা ক্রিকেটকে ভালোবেসে ক্রিকেটের জন্য জীবন উৎসর্গ করছে। ওরা এত নিয়মকানুন মানে, আমাদের মধ্যে এটা দেখি না। তবে আমার ধারণা এক থেকে দেড় বছরের মধ্যে আমাদের টেস্ট দল দাঁড়িয়ে যাবে।’

  • সর্বশেষ
  • পঠিত