ঢাকা, বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১ আপডেট : ৪৫ মিনিট আগে
শিরোনাম

ইডেন টেস্টেই দেখা যেতে পারে সৌম্যকে!

  স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ১৮ নভেম্বর ২০১৯, ১৭:৪৫

ইডেন টেস্টেই দেখা যেতে পারে সৌম্যকে!

ইডেন টেস্টে দলে ডাকা হতে পারে সৌম্য সরকারকে। কলকাতার একটি শীর্ষ দৈনিককে এমনটাই জানিয়েছেন বিবিসির এক কর্মকর্তা। কেননা তামিম ইকবালের অনুপস্থিতিতে ওপেনিং পজিশন নিয়ে বড় সমস্যায় পড়ে গেছে বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট।

দুই ম্যাচ টেস্ট সিরিজে প্রথম ম্যাচ ভারতের বিপক্ষে তিন দিনে ইনিংস ও ১৩০ রানে হারে বাংলাদেশ। যেখানে বাংলাদেশের ব্যাটসম্যানরা দাড়াতে পারেনি। আর একজন অলরাউন্ডার এর অভাব টের পেয়েছে বাংলাদেশ। যেখানে গুঞ্জন আছে সৌম্য সরকারকে পরবর্তী টেস্ট ম্যাচ খেলতে উড়িয়ে নেওয়া হতে পারে।

টেস্ট সিরিজের আগে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজর প্রথম দুই ম্যাচে খারাপ ব্যাটিং করেননি তিন নম্বরে নামা সৌম্য সরকার। প্রথম ম্যাচে তো দলকে জয়ের বন্দরের কাছে নিয়ে গেছেন। যাদিও সিরিজ নির্ধারণী ম্যাচে ‘ডাক’ মেরেই পড়েছেন সমালোচনার কবলে।

এবার শোনা যাচ্ছে, ইডেনে অনুষ্ঠিতব্য ঐতিহাসিক দিবা-রাত্রির টেস্টের আগে টেস্ট দলে ডাকা হতে পারে সৌম্যকে। কারণ তামিম ইকবালের অনুপস্থিতিতে ওপেনিং পজিশন নিয়ে বড় সমস্যায় পড়ে গেছে বাংলাদেশের টিম ম্যানেজম্যান্ট। কলকাতার একটি শীর্ষ দৈনিক জানিয়েছে; ২২ নভেম্বর অনুষ্ঠিতব্য দ্বিতীয় টেস্টের আগে সৌম্য সরকারকে উড়িয়ে আনার পরিকল্পনা রয়েছে।

বিসিবির এক কর্মকর্তার বক্তব্য তুলে ধরে দৈনিকটি জানায়; “ঢাকা থেকে কলকাতা আধাঘণ্টার দূরত্ব। নির্বাচকেরা চাইলে সৌম্যকে উড়িয়ে আনা হতে পারে। টি-টোয়েন্টি ও চলমান ইমার্জিং এশিয়া কাপে যথেষ্ট ভালো পারফরম্যান্স করেছে সে।” তাই এ বিষয়ে আলোচনা হয়েছে। যেকোনো সময় ডাক পাওয়ার সম্ভাবনা আছে বাঁহাতি এই ওপেনারের।

  • সর্বশেষ
  • পঠিত