ঢাকা, বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১ আপডেট : কিছুক্ষণ আগে
শিরোনাম

এখনো শিক্ষা নিচ্ছে বাংলাদেশ

  স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ২৪ নভেম্বর ২০১৯, ১৭:০৯

এখনো শিক্ষা নিচ্ছে বাংলাদেশ

বাজেভাবে হেরেই ভারত সফর শেষ করলো বাংলাদেশ। প্রথম টেস্টে ইনিংসসহ হার, দ্বিতীয় টেস্টেও একই পরিণতি। ইন্দোর-কলকাতা কোথাও দাঁড়াতে পারেনি মুমিনুলরা। দুই টেস্টেই ভারতের বিপক্ষে নাকানিচুবানি খেল সফরকারীরা।

এবারই প্রথম এক টেস্টে ভারতের পেসাররাই প্রতিপক্ষের ২০ উইকেট নিয়েছে। যা আগে কখনো ঘটেনি। পুরো টেস্টেই দাপট দেখিয়ে স্বাগতিক বোলাররা। বাংলাদেশের ফাস্ট বোলাররাও ভালো করেছে, তবে ব্যাটসম্যানদের ব্যর্থতায় আড়াই দিনও ঠিক মতো টিকতে পারেনি লাল-সবুজরা।

ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বাংলাদেশ দলের দলপতি মুমিনুল হক বলেন, ‘অবশ্যই, দু’দলের মাঝে ব্যবধানটা ভাবার বিষয়। আমাদের শেষ দুটি ম্যাচ থেকে শিক্ষা নিতে হবে। গোলাপি বলের নতুন বল বেশ চ্যালেঞ্জিং। আমরা নতুন বলের এই চ্যালেঞ্জ নিতে পারিনি। তবে ম্যাচ হারলেও, এখানে অনেক ইতিবাচক দিক ছিল। এবাদত ভালো বল করেছে। রিয়াদ ভাই (মাহদুউল্লাহ) ও মুশফিক ভাই (রহিম) ভালো ব্যাটিং করেছেন। আমরা যদি উইকেটের দিকে দেখি, পরে ব্যাট করাটা খুব একটা পার্থক্য গড়ে দিত না।’

  • সর্বশেষ
  • পঠিত