ঢাকা, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১ আপডেট : ১৩ মিনিট আগে
শিরোনাম

বরখাস্ত হলেন আর্সেনাল কোচ

  স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ২৯ নভেম্বর ২০১৯, ১৭:৫৩

বরখাস্ত হলেন আর্সেনাল কোচ

অবশেষে আর্সেনাল থেকে ছাঁটাই হলেন উনাই এমেরি। টানা ব্যর্থতা ও খেলোয়াড়দের সঙ্গে সম্পর্কের অবনতির কারণে বরখাস্ত হতে হল তাকে। এখন অন্তর্বর্তীকালীন কোচের দায়িত্ব দেয়া হয়েছে ফ্রেডি লাজংবার্গকে।

সব প্রতিযোগিতা মিলিয়ে বিগত ৭ ম্যাচে জয়ের দেখা পায়নি আর্সেনাল। এর মধ্যে প্রিমিয়ার লিগে জয়বিহীন ৫ ম্যাচে। সর্বশেষ এইন্ট্রাখট ফ্র্যাঙ্কফুর্টের কাছে হেরে যাওয়া দলটি ইংলিশ প্রিমিয়ার লিগের শীর্ষ চার থেকে ৮ পয়েন্ট পিছিয়ে আছে। সর্বশেষ ১৯৯২ সালে জর্জ গ্রাহামের অধীনে টানা ৮ ম্যাচ জয়বিহীন কাটিয়েছিল আর্সেনাল। অথচ আর্সেনালের ইতিহাসে সবচেয়ে বেশি ম্যাচে (১২৩৫ ম্যাচে) দায়িত্ব পালন করা কোচ আর্সেন ওয়েঙ্গারকে কখনও এমন পরিস্থিতির মুখে পড়তে হয়নি।

এমেরিকে বিদায় করে দিলেও তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বিবৃতি দিয়েছে আর্সেনাল ক্লাব কর্তৃপক্ষ। এদিকে তার বিকল্পও খোঁজাও শুরু হয়ে গেছে। আর এই বিকল্পদের তালিকায় সবার ওপরে আছেন ইতালিয়ান কোচ কার্লো আনচেলত্তি এবং নুনো এসপিরিতো সান্তো।

২০১৮ সালে যোগ দেওয়ার পর কোচ হিসেবে এমেরির অধীনে আর্সেনালের সেরা সাফল্য ছিল গত মৌসুমে ইউরোপা লিগের ফাইনাল পর্যন্ত পৌঁছানো। এই স্প্যানিশ কোচের অধীনে ৭৮টি ম্যাচ খেলে ৪৩টি জয়, ১৬টি ড্র ও ১৯টিতে হারের মুখ দেখেছে গানাররা।

  • সর্বশেষ
  • পঠিত