ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ১৮ মিনিট আগে
শিরোনাম

বিপিএল থেকে সেরা ক্রিকেটার বের করবে বিসিবি

  স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ৩০ নভেম্বর ২০১৯, ১৭:২১

বিপিএল থেকে সেরা ক্রিকেটার বের করবে বিসিবি

আর কিছুদিন পরেই শুরু হতে যাচ্ছে বিপিএলের নতুন সংস্করণ। তাই সামনের বছরের বিশ্বকাপকে উদ্দেশ্য করেই এই টুর্নামেন্ট থেকেই বিশ্বকাপের খেলোয়াড় খুঁজবে বিসিবি। এমনটাই জানালেন বিসিবির নির্বাচক হাবিবুল বাশার সুমনের।

ওয়ানডের তুলনায় টেস্ট ও টি-টোয়েন্টিতে পিছিয়ে বাংলাদেশ। আর সামনে বিশ্বকাপ। বাংলাদেশের হাতে কোন টি-টোয়েন্টি স্পেশালিস্ট ক্রিকেটারও নেই। সাব্বির রহমান কিছুটা আশা দেখালেও হতাশ করেছেন তিনি। যেহেতু সামনের বছর বিশ্বকাপ তাই এ বিপিএলে চোখ থাকবে নির্বাচকদের। বিশেষ করে তরুণদের উপর চোখ থাকবে বেশি। এমনটাই জানালেন হাবিবুল বাশার।

তিনি বলেন, ‘এই বিপিএলের দিকে আমরা তাকিয়ে আছি। কারণ সামনের বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ। তাই বিপিএল থেকে ভালো কোন স্পেশাল ক্রিকেটার পাওয়া যায় কিনা সেই দিকেই তাকিয়ে আছি। কিছু তরুণদের ব্যক্তিগতভাবে নজরে রাখব, কিছু সিনিয়রদেরও দেখব। কারণ টি-টোয়েন্টি স্পেশালিষ্ট প্লেয়ার কিন্তু দলে তেমন নেই, যাদের স্ট্রাইক রেট ১৪০ এর মত।’

তিনি আরও বলেন, ‘তরুণদের দিকেই নজর থাকবে বেশি। তারা কেমন করছেন। ব্যক্তিগতভাবে দেখবে টি-টোয়েন্টি বিশেষজ্ঞ ক্রিকেটার পাওয়া যায় কিনা। কারণ ৫, ৬, ৭ পজিশনে আমাদের দ্রুত রান তুলতে পারে এমন কাউকে খুজছি, যেইটা কিনা আমাদের জন্যও ভালো।’

  • সর্বশেষ
  • পঠিত