ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ১৮ মিনিট আগে
শিরোনাম

সোনার লড়াইয়ে বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা

  স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ০৬ ডিসেম্বর ২০১৯, ১৬:৫৫  
আপডেট :
 ০৬ ডিসেম্বর ২০১৯, ১৬:৫৯

সোনার লড়াইয়ে বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা

দক্ষিণ এশিয়ান গেমসের ১৩ তম আসরে মেয়েদের ক্রিকেটে সবার আগেই ফাইনাল নিশ্চিত করে টুর্নামেন্টের একমাত্র অপরাজিত দল বাংলাদেশ। আজ নেপালকে হারিয়ে ফাইনালে বাংলাদেশের সঙ্গী হয়েছে শ্রীলঙ্কা।

আগামী রোববার ফাইনালে মুখোমুখি হবে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। তার আগে শনিবার ব্রোঞ্জের লড়াইয়ে নামবে নেপাল ও মালদ্বীপ। ফাইনাল নিশ্চিতের ম্যাচে প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ১১৮ রান তোলে লঙ্কানরা। রান তাড়ায় ২০ ওভার খেললেও ৯ উইকেট হারিয়ে ৭৭ রানের বেশি করতে পারেনি স্বাগতিকরা।

টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে ৭ উইকেটে হারিয়েছিল সালমা খাতুনের দল। এরপর নেপালকে ১০ উইকেটে হারিয়ে এক ম্যাচ হাতে রেখেই ফাইনালে পৌঁছে বাংলাদেশ। পরদিন প্রতিযোগিতার দুর্বলতম দল মালদ্বীপকে হারায় ২৪৯ রানের বিশাল ব্যবধানে।

  • সর্বশেষ
  • পঠিত