ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১ আপডেট : ১ মিনিট আগে
শিরোনাম

চট্টগ্রামের দায়িত্ব নিতে ঢাকায় দুই কোচ

  স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ০৬ ডিসেম্বর ২০১৯, ১৭:১৭

চট্টগ্রামের দায়িত্ব নিতে ঢাকায় দুই কোচ

বঙ্গবন্ধু বিপিএল মাঠে গড়াতে বাকি আর মাত্র কয়েকদিন। সেই লক্ষ্যে অনুশীলন শুরু করেছে অংশ নেয়া সব দলগুলি। যদিও কোচ এবং বিদেশি খেলোয়াড়দের বেশিরভাগই এখনো যোগ দেননি। এরই মাঝে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের দায়িত্ব নিতে ঢাকায় পা রেখেছেন হেড কোচ ও বোলিং কোচ।

প্রধান কোচ হিসেবে দায়িত্বে থাকবেন পল নিক্সন ও বোলিং কোচ হিসেবে দায়িত্বে থাকবেন কবির আলী। দুই জনই বাংলাদেশে পাড়ি জমিয়েছেন ইংল্যান্ড থেকে।

এদিকে বিসিবির নিজস্ব তত্বাবধানে এবারের বিপিএল আয়োজন হলেও দলগুলোর সাথে স্পন্সর পার্টনার যুক্ত হওয়ায় কোচ নিয়োগের ক্ষেত্রে স্বাধীনতা দেওয়া হয়েছে তাদের। এমনকি ড্রাফটের বাইরে দুজন বিদেশিকেও নিজ খরচে নিতে পারার সুযোগ পেয়েছে স্পন্সর প্রতিষ্ঠানগুলো। চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের স্পন্সর স্বত্ব কিনেছে স্বনামধন্য আখতার গ্রুপ।

সাবেক দুই ইংলিশ ক্রিকেটারদের অধীনে থেকে মাঠে নামবে মাহমুদুল্লাহর দল। আসন্ন বিপিএল সামনে রেখে মিরপুর হোম অব ক্রিকেটে ঘাম ঝড়াতে শুরু করেছেন ক্রিকেটাররা।

চট্টগ্রাম চ্যালেঞ্জার্স:

দেশি: মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), ইমরুল কায়েস, নাসির হোসেন, রুবেল হোসেন, জুনায়েদ সিদ্দিকি, নুরুল হাসান সোহান, এনামুল হক জুনিয়র, মুক্তার আলি, পিনাক ঘোষ, নাসুম আহমেদ।

বিদেশি: ক্রিস গেইল, কেসরিক উইলিয়ামস, আভিশকা ফার্নান্ডো, রায়াদ এমরিট, রায়ান বার্ল, ইমাদ ওয়াসিম, লেন্ডন সিমন্স।

  • সর্বশেষ
  • পঠিত