ঢাকা, বুধবার, ১৭ এপ্রিল ২০২৪, ৪ বৈশাখ ১৪৩১ আপডেট : ৭ মিনিট আগে
শিরোনাম

বর্ষসেরা ক্রীড়া ব্যক্তিত্ব হলেন স্টোকস

  স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ১৬ ডিসেম্বর ২০১৯, ১৬:২৪

বর্ষসেরা ক্রীড়া ব্যক্তিত্ব হলেন স্টোকস

ব্রিটিশ ব্রডকাস্টিং করপোরেশন (বিবিসি) এর বর্ষসেরা ক্রীড়াব্যাক্তিত্ব নির্বাচিত হলেন ইংলিশ অলরাউন্ডার বেন স্টোকস। এছাডা বর্ষসেরা ক্রীড়া দল হিসেবেও নির্বাচিত হয়েছে ইংল্যান্ড ক্রিকেট দল।

বিশ্বকাপ ফাইনালে দুর্দান্ত পারফর্ম্যান্স ও অ্যাশেজে এক ম্যাচে ইংল্যান্ডকে একাই জয় এনে দেয়ার সুবাদে এই পুরষ্কারে ভূষিত হলেন স্টোকস৷ এরই সাথে ১৪ বছর পর বিবিসির বর্ষসেরা ক্রীড়াব্যাক্তিত্ব নির্বাচিত হলেন কোন ক্রিকেটার। সর্বশেষ অ্যান্ড্রু ফ্লিনটফ ২০০৫ সালে সর্বশেষ বিবিসির ক্রীডাব্যাক্তিত্ব নির্বাচিত হয়েছিলেন। বর্ষসেরা ক্রীড়াব্যক্তিত্বের দৌড়ে স্টোকসের নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন লুইস হ্যামিলটন। এছাড়া তৃতীয় হয়েছেন স্প্রিন্টার দিনা অ্যাশার স্মিথ।

বর্ষসেরা ক্রীড়াব্যক্তিত্ব নির্বাচিত হয়ে নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে স্টোকস বলেন, ‘এটা একটা ব্যক্তিগত পুরস্কার, তবে আমি খেলি দলীয় খেলা। এর সবচেয়ে সেরা দিক হলো, আমি নিজের বিশেষ সময়গুলো সতীর্থ, স্টাফ, টিম ম্যানেজম্যান্টের সঙ্গে ভাগাভাগি করতে পারি। আমি এই পুরস্কারটা একা নিতে এসেছি কিন্তু এর পেছনে সবার অবদান রয়েছে।’

  • সর্বশেষ
  • পঠিত