তিন ক্রিকেটারকে আর্থিক জরিমানা বিসিবির
ক্রীড়া ডেস্ক
প্রকাশ : ১১ জানুয়ারি ২০২৩, ০০:৪০

খেলা থামিয়ে মাঠে প্রবেশ করে বিতর্কিত কাণ্ড ঘটিয়েছেন সাকিব আল হাসান। তাকে মাঠে প্রবেশের জন্য দায় ধরা হয় নুরুল হাসান সোহানের বারবার সিদ্ধান্ত বদল। এসব কারণে জরিমানা করা হয়েছে দুই ক্রিকেটারকে। পাশাপাশি আম্পায়ার আউট দেয়ার পরও সিদ্ধান্ত না মানার কারণে জরিমানা গুণতে হচ্ছে এনামুল হক বিজয়কেও।
|আরো খবর
মঙ্গলবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিন ক্রিকেটারকে আর্থিক জরিমানার তথ্যটি নিশ্চিত করেছে বিসিবি।
বিজ্ঞপ্তির জানানো হয়, এই তিন ক্রিকেটারের ম্যাচ ফির ১৫ শতাংশ জরিমানা করা হয়েছে। শুধু জরিমানাই নয়, এই তিন খেলোয়াড়ের নামের সঙ্গে একটি করে ডিমেরিট পয়েন্টও যোগ করে দেয়া হয়েছে।
বিসিবির খেলোয়াড় আচরণ বিধির লেভেল-১ অপরাধ করার কারণে শাস্তি হিসেবে এই জরিমানা আরোপ করা হয়। আচরণ বিধির আর্টিকেল ২.৪ এর বিধি ভঙ্গ করেছেন সাকিব এবং নুরুল হাসান সোহান। এনামুল হক বিজয় ভঙ্গ করেছেন ২.৮ এর বিধি।
ম্যাচ রেফারি আখতার আহমেদের প্রতিবেদনের ভিত্তিতে এই শাস্তির ঘোষণা দিয়েছে বিসিবি। তিন ক্রিকেটারই তাদের শাস্তি মেনে নিয়েছেন। যে কারণে আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি।
বাংলাদেশ জার্নাল/জিকে