ঢাকা, বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১ আপডেট : ১০ মিনিট আগে
শিরোনাম

শিশুকে ডায়াপার পরিয়ে রাখা কি ভাল?

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ২৬ নভেম্বর ২০১৮, ১২:৪৯  
আপডেট :
 ২৬ নভেম্বর ২০১৮, ১৮:৫০

শিশুকে ডায়াপার পরিয়ে রাখা কি ভাল?

ছোট শিশুকে ঠাণ্ডা থেকে রক্ষা করতে অনেক অভিভাবকরা সারা দিনই সন্তানকে ডায়াপার পড়িয়ে রাখে। কিন্তু তাতেই সব সমস্যার সমাধান নয়। ডায়াপার পড়ানোর ভুল পদ্ধতির জন্য শিশুর বরং আরো ঠাণ্ডা লাগতে পারে।

সাধারণত, বেশির ভাগ মা বাবাই নিশ্চিন্তে বিশ্রামের কারণে প্রায় তিন বছর বয়স পর্যন্ত সন্তানকে ডায়াপার পরিয়ে রাখেন। কিন্তু এতে শিশুর অস্বস্তি তো হয়ই, তা ছাড়া তার ত্বকেও নানা জ্বালাপোড়া, র‍্যাশ, অ্যালার্জি তৈরি হয়। বিশেষজ্ঞদের মতে, ডায়াপার সারা দিন না পড়িয়ে কিছু নিয়ম মেনে ব্যবহার করা উচিত।

ডায়াপার না পড়ালেই শিশু বেশি সুস্থ থাকে। তাই তেমন ব্যস্ততা না থাকলে হালকা রাখুন শিশুকে।

নরম সুতির কাপড় ছাড়া ডায়াপার কিনবেন না। অন্য ধরনের কাপড়ে ঘষা লেগে শিশুর ত্বক লালচে হয়ে যায়।

শিশুকে সারা রাত ডায়াপার পড়িয়ে শুইয়ে রাখবেন না। রাতে এমনিতেই শিশুরা মূত্র বেশি ত্যাগ করে।

শিশুর ত্বকে ভেজা ভাব থেকে র‍্যাশ তৈরি হয় আর ঠাণ্ডাও লাগে। এ ছাড়া মল-মূত্র দীর্ঘ সময় শরীরের লেগে থাকলে তা থেকে সংক্রমণ ছড়ায়।

আরএ/

  • সর্বশেষ
  • পঠিত