ঢাকা, বুধবার, ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১ আপডেট : ১৬ মিনিট আগে
শিরোনাম

মোবাইল কিনতে ৭৫ হাজার টাকা পাবেন মন্ত্রী ও সচিবরা

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ২১ মে ২০১৮, ১৪:০৩  
আপডেট :
 ২১ মে ২০১৮, ১৭:৪১

মোবাইল কিনতে ৭৫ হাজার টাকা পাবেন মন্ত্রী ও সচিবরা

মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী ও সচিবরা সর্বোচ্চ ৭৫ হাজার টাকা মূল্যের মোবাইল ফোনসেট কিনতে পারবেন। এই সুবিধা রেখে সরকারি টেলিফোন, সেলুলার, ফ্যাক্স ও ইন্টারনেট নীতিমালা ২০১৮ এর খসড়া অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

সোমবার প্রধানমন্ত্রী কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এটি অনুমোদন দেওয়া হয়।বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমপি।

বৈঠক শেষে দুপুরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের এতথ্য জানান।

তিনি বলেন, জনপ্রশাসন মন্ত্রণালয় নীতিমালাটি নিয়ে আসে।আজকের মন্ত্রিসভা বৈঠকে আলোচনা পর্যালোচনা শেষে এর খসড়ার অনুমোদন দেয়। ফলে মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী ও সচিবরা জন্য সর্বোচ্চ ৭৫ হাজার টাকা মূল্যের মোবাইল ফোন সেট কিনতে পারবেন।তাছাড়া অতিরিক্ত ও যুগ্মসচিবদের মোবাইল খরচ ৬শ থেকে বাড়িয়ে ১৫শ টাকা করা হয়েছে।

সোমবারের বৈঠকে এই নীতিমালা ছাড়াও হাউজিং অ্যান্ড বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউট আইন ২০১৭ এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে- বলেও জানান মন্ত্রিপরিষদ সচিব।

এসএস

  • সর্বশেষ
  • পঠিত