ঢাকা, বুধবার, ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১ আপডেট : ২ মিনিট আগে
শিরোনাম

‘মডেলদের নগ্ন ফটোশুটের জন্য চাপ দেয়া হয়’

  বিনোদন ডেস্ক

প্রকাশ : ১৩ জানুয়ারি ২০১৮, ১৭:২১

‘মডেলদের নগ্ন ফটোশুটের জন্য চাপ দেয়া হয়’

বিশ্বজুড়ে যৌন হেনস্থার বিরুদ্ধে সরব হয়েছেন অভিনেত্রীরা। হলিউডের অনেক অভিনেত্রীই প্রকাশ করেছেন তাদের ক্যারিয়ারের ভয়ানক সব অভিজ্ঞতা। সেই ধারাবাহিকতায় অন্যান্য ফিল্ম ইন্ডাস্ট্রির অভিনেত্রীরাও মুখ খুলেছেন। এবার সরব হয়েছেন ফ্যাশন দুনিয়ার মডেলরাও। জানিয়েছেন তাদের সঙ্গে কী ঘটে মঞ্চের আড়ালে।

ক্লিও আব্রাম নামের এক মডেল সম্প্রতি ভিডিও বার্তা দিয়ে বিস্ফোরক কিছু তথ্য জানিয়েছেন তাদের ফ্যাশন ভুবন সম্পর্কে। তিনি বলেন, র‍্যাম্পে ওঠার আগে মডেলদের জন্য কোনও চেঞ্জিং রুম থাকে না। সবার সামনেই পোশাক খুলতে বাধ্য হন মডেলরা। তার মধ্যেই শরীরের খাঁজ নিয়ে ছুঁড়ে দেওয়া হয় নানা ধরনের মন্তব্য। সেসব গায়ে না মেখেই র‍্যাম্পে হাঁটার জন্য তৈরি হতে হয় তাদের। এমনকি কোনও অনুমতি না নিয়েই তাদের শরীর ছুঁয়ে দেয় কোনও অপরিচিত হাত। নগ্ন ফটোশুটের জন্য চাপ দেওয়া হয়।

নিজের বক্তব্যের সঙ্গে প্রমাণস্বরূপ ক্লিও আব্রাম ব্যাকস্টেজের একটি ছবিও শেয়ার করেছিলেন। তারপর থেকে গোটা ফ্যাশন দুনিয়ায় এটা নিয়ে তোলপাড়। চারদিকে আলোচনা-সমালোচনা হচ্ছে বিষয়টি নিয়ে।

কেআই/

  • সর্বশেষ
  • পঠিত