ঢাকা, বুধবার, ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১ আপডেট : ৫ মিনিট আগে
শিরোনাম

নেপালে ফের দুর্ঘটনার কবলে বিমান, বাতিল ফ্লাইট

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ২০ এপ্রিল ২০১৮, ১১:৪০  
আপডেট :
 ২০ এপ্রিল ২০১৮, ১৩:৫২

নেপালে ফের দুর্ঘটনার কবলে বিমান, বাতিল ফ্লাইট

ফের দুর্ঘটনার শিকার নেপালের ত্রিভুবন আন্তর্জাতিক বিমান বন্দর। এবার উড্ডয়নের সময় রানওয়ে থেকে ছিটকে পড়লো একটি যাত্রীবাহি বিমান। শুক্রবারের এই দুর্ঘটনার পর তাৎক্ষণিকভাবে বন্ধ করে দেয়া হয়েছে সবগুলো বিমানের উড্ডয়ন। বাতিল করা হয়েছে অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক রুটের সবগুলো ফ্লাইট। বিমানটিতে মোট ১৩৯ জন যাত্রী ছিলেন।

ত্রিভুবন বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, মালিন্দো এয়ার পরিচালিত 'বোয়িং ৭৩৭' বিমানটি উড্ডয়নের সময় রানওয়ে থেকে ছিটকে পাশের ঘাসের মধ্যে গিয়ে পড়ে। তবে এ দুর্ঘটনায় কেউ হতাহত হয়নি বলে জানা গেছে। ইতোমধ্যে বিমানটিকে উদ্ধার করতে কার্যক্রম শুরু হয়েছে।

এদিকে, বিমানটি ছিটকে পড়ার পর সব ফ্লাইটের উড্ডয়ন বাতিল করেছে ত্রিভুবন বিমানবন্দর কর্তৃপক্ষ। পুনরায় কখন উড্ডয়ন কার্যক্রম শুরু হবে তা জানা যায় নি।

প্রসঙ্গত, মালয়েশীয় বিমানসেবা প্রতিষ্ঠান মালিন্দো এয়ার কুয়ালালামপুর-কাঠমান্ডু রুটে নিয়মিত যাত্রী পরিবহন করে থাকে।

গত মাসে এই ত্রিভুবন বিমানবন্দরেই ভয়াবহ দুর্ঘটনায় প্রাণ হারিয়েছিলেন ইউএস-বাংলা এয়ারলাইন্সে থাকা ৪৯ যাত্রী। আহত হয়েছিলেন আরও অনেকে। বিমানবন্দর কর্তৃপক্ষের দায়িত্বহীনতা এবং যান্ত্রিক ত্রুটির কারণেই ওই দুর্ঘটনা ঘটেছিল।

  • সর্বশেষ
  • পঠিত