ঢাকা, শুক্রবার, ১৭ মে ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১ আপডেট : ২১ মিনিট আগে
শিরোনাম

দুদক চায়

সরকারি কর্মচারিরা নাগরিকদের ‘স্যার’ ডাকবেন

সরকারি কর্মচারিরা নাগরিকদের ‘স্যার’ ডাকবেন
প্রতীকী ছবি

দুর্নীতি দমন কমিশন (দুদক) চায়, প্রজাতন্ত্রের কর্মচারীরা সেবাগ্রহিতা নাগরিকদের ‘স‌্যার’ সম্বোধন করবেন। বৃহস্পতিবার দুদকের প্রধান কার্যালয়ে অক্সফাম ইন্টারন্যাশনালের গ্লোবাল প্রোগ্রাম ডিরেক্টর ফ্রাঙ্ক করটেডার নেতৃত্বে ৬ সদস্যের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

আরো পড়ুন: প্রাথমিকে নিয়োগ চাচ্ছেন ৫৫ হাজার প্রার্থী!

দুদকের চেয়ারম্যান বলেন, ‘দুদকের গণশুনানিতে জনগণের কাছে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের প্রত্যক্ষভাবে জবাবদিহি করতে হচ্ছে। এর মাধ্যমে জনগণই যে রাষ্ট্রের মালিক, সেটা প্রত্যক্ষভাবে অনুধাবন করা যাচ্ছে। আমরা চাই প্রজাতন্ত্রের কর্মচারীরা সেবাগ্রহীতা নাগরিকদের “স্যার” সম্বোধন করবেন।’

আরো পড়ুন: শিক্ষকসহ সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ছে!

এদেশের ২৬ হাজারের বেশি শিক্ষাপ্রতিষ্ঠানে চলমান দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা, রচনা প্রতিযোগিতা ও সাংস্কৃতিক কার্যক্রমে অক্সফাম বাংলাদেশের অংশীদারিত্বের প্রশংসা করে দুদক চেয়ারম্যান।

আরো পড়ুন: ‘কঠোর’ হচ্ছে শিক্ষা মন্ত্রণালয়, আসছে নীতিমালা

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- দুদকের প্রশিক্ষণ ও আইসিটি অনুবিভাগের মহাপরিচালক এ কে এম সোহেল, অক্সফাম এর কান্ট্রি ডিরেক্টর দীপঙ্কর দত্ত, সিনিয়র প্রোগ্রাম অফিসার মাহফুজা আক্তার, সিনিয়র ইনফ্লুয়েনসিং অফিসার মেহবুবা ইয়াসমিন প্রমুখ।

আরো পড়ুন: প্রাথমিক শিক্ষকদের শিক্ষা অধিদপ্তরের জরুরি নির্দেশনা

বাংলাদেশ জার্নাল/এনএইচ

  • সর্বশেষ
  • পঠিত