ঢাকা, শনিবার, ০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১ আপডেট : ১ ঘন্টা আগে
শিরোনাম

লালমনিরহাটে ভেজাল ধানের বীজ বিক্রির দায়ে জরিমানা

  লালমনিরহাট প্রতিনিধি

প্রকাশ : ০৪ জুন ২০২০, ২১:০৩

লালমনিরহাটে ভেজাল ধানের বীজ বিক্রির দায়ে জরিমানা

লালমনিরহাটের হাতীবান্ধায় ভেজাল ও নকল ধানের বীজ বিক্রির দায়ে দুই বীজ ব্যবসায়ীর জেল-জরিমানা দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার দুপুরে ওই উপজেলার মেডিকেল মোড় রেল গেট ও গড্ডিমারী মেডিকেল মোড় এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন হাতীবান্ধার ইউএনও সামিউল আমিন।

এ সময় মেডিকেল মোড় রেল গেট এলাকার বীজ ব্যবসায়ী জরিফ হোসেনের ১০ হাজার ও গড্ডিমারী মেডিকেল মোড় এলাকার ঐশী সার ও বীজ ঘরের ৫০ হাজার টাকা জরিমানা করেন।

হাতীবান্ধা থানার ওসি ওমর ফারুক বলেন, ওই দুই বীজ ব্যবসায়ী নকল ও ভেজাল ধান বীজ বিক্রি করছেন এমন একটি অভিযোগ করেন একজন কৃষক। পরে ওই বীজের দোকানে অভিযান চালিয়ে অভিযোগের সত্যতা পাওয়া যায়। অভিযুক্ত বীজ ব্যবসায়ীও তাদের অভিযোগ স্বীকারও করেন। পরে ওই দুই ব্যবসায়ী কাছে ৬০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক সামিউল আমিন।

বাংলাদেশ জার্নাল/ এমএম

  • সর্বশেষ
  • পঠিত