ঢাকা, বুধবার, ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১ আপডেট : ৩৫ মিনিট আগে
শিরোনাম

রোহিঙ্গা যুবকের ছুরিকাঘাতে কলেজছাত্রের মৃত্যু

  কক্সবাজার প্রতিনিধি

প্রকাশ : ২২ নভেম্বর ২০২০, ০০:৪৬  
আপডেট :
 ২২ নভেম্বর ২০২০, ০০:৪৯

রোহিঙ্গা যুবকের ছুরিকাঘাতে কলেজছাত্রের মৃত্যু

কক্সবাজারে রোহিঙ্গা যুবকের ছুরিকাঘাতে সাবিলুস সালেহীন (১৮) নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। এ ঘটনায় জিঞ্জাসাবাদের জন্য তিনজনকে আটক করেছে পুলিশ।

শনিবার দুপুরে কক্সবাজার সদরের ঝিলংজা ইউনিয়নের দক্ষিণ মুহুরি পাড়ায় এ ঘটনা ঘটে।

নিহত সাবিলুস সালেহীন ঝিলংজা ইউনিয়নের দক্ষিণ মুহুরি পাড়ার হাকিম উল্লাহর ছেলে এবং কক্সবাজার পলিকেটনিক কলেজের ছাত্র।

ঘাতক মো. হোসেন (২২) দক্ষিণ জানারঘোনা এলাকার রোহিঙ্গা কলিমুল্লাহর ছেলে।

স্থানীয় ইউপি সদস্য কুদরত উল্লাহ সিকদার জানান, স্থানীয় মুহুরি পাড়ায় একটি ফার্মেসিতে ওষুধের বোতল নিয়ে সালেহীন ও হোসেনের মধ্যে কথা কাটাকাটি হয়। এসময় স্থানীয় এক দোকানদার তাদের থামিয়ে দিয়ে তাদের চলে যেতে বলেন। পরে সালেহীন বাড়ি চলে যাওয়ার সময় ঘটনাস্থল থেকে কিছুটা দূরে তাকে উপর্যপুরি ছুরিকাঘাত করে পালিয়ে যান হোসেন।

গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে স্থানীয়রা দ্রুত কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে কক্সবাজার সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) বিপুল চন্দ দে জানান, হত্যার ঘটনায় মামলা করতে রাত ১০টা পর্যন্ত নিহতের পরিবারের কেউ থানায় আসেনি। তবে ঘটনার পরপর জিজ্ঞাসাবাদের জন্য অভিযুক্তের বড় ভাই জুবায়ের ও রফিক এবং ফুফাতো ভাই ইয়াছিনসহ তিনজকে আটক করা হয়েছে।

মূলহোতা হোসেনকেও আটকের চেষ্টা চলছে বলেও জানান এ কর্মকর্তা।

বাংলাদেশ জার্নাল/আর

  • সর্বশেষ
  • পঠিত